শিক্ষার্থীদের হাতে নিম্নমানের পাঠ্যবই, ১৩ প্রেসের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার
- রায়হান উদ্দিন
- প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৫:৪৫ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৭:৫২ AM
২০২৫ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে দরপত্র না মেনে নিম্নমানের পাঠ্যবই ছাপিয়েছে ১৩টি মুদ্রণ প্রতিষ্ঠান (প্রেস)। প্রতিষ্ঠানগুলো প্রায় ৪ লাখ নিম্নমানর কাগজের বই ছাপায়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বলছে, নিম্নমানের কাগজের বই ছাপানোয় অভিযুক্ত প্রেসগুলোর বিরুদ্ধে অর্থদণ্ডসহ নেওয়া হবে ব্যবস্থা।
এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক রবিউল কবীর চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অভিযুক্ত প্রেসগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। নিয়ম অনুয়াযী ১৪ দিনের মধ্যে বই রিপ্লেসমেন্ট বা পুনরায় বই প্রতিস্থাপন করতে হবে, না দিলে ২০ শতাংশ জামানাত কেটে নেওয়া হবে।
জানা গেছে, ২০২৫ শিক্ষাবর্ষে দরপত্রের স্পেসিফিকেশন (নির্ধারিত মান) অনুযায়ী পাঠ্যবই ছাপায়নি ১৩টি প্রেস। প্রেসগুলো প্রায় ৩ লাখ ৯৭ হাজার ৪২১টি বই ছাপায়। এ সংক্রান্ত একটি প্রতিবেদন মে মাসে জমা দেয় হাই-টেক সার্ভে এন্ড ইন্সপেকশন সার্ভিস নামের একটি প্রতিষ্ঠান।
আরও পড়ুন: এবার বিশেষ কাগজে বই ছাপাবে এনসিটিবি, খরচ কমছে ৫০০ কোটি
রির্পোটে বলা হয়, ২০২৫ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণির ১৯ হাজার ৫৯৫টি (রসায়ন) পাঠ্যপুস্তক সরবরাহ করে অনুপম প্রিন্টার্স লিমিটেড, এসব বইয়ে প্রতিষ্ঠানটি 70 GSM-এর স্থানে অতি নিম্নমানের 61 GSM কাগজে ব্যবহার করে; ৭ম শ্রেণির (ভোকেশনাল) ২৩ হাজার ৬৪৯টি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়) পাঠ্যপুস্তক সরবরাহ করে শাফিন প্রেস এন্ড পাবলিকিশেনন্স, এসব বইয়ে প্রতিষ্ঠানটি 70 GSM এর স্থানে অতি নিম্নমানের 59 GSM কাগজ ব্যবহার করে; ৯ম শ্রেণির (গণিত) ২৯ হাজার ৭৫৫টি পাঠ্যপুস্তক সরবরাহ করে সুবর্ণা প্রিন্টার্স, প্রতিষ্ঠানটি 70 GSM এর স্থানে অতি নিম্নমানের 55 GSM কাগজ ব্যবহার করে এবং দাখিল ৬ষ্ঠ শ্রেণির (আকাইদ ও ফিকাহ) ৪৯ হাজার ৬৬২ টি পাঠ্যপুস্তক সরবরাহ করে এ্যারিস্টোক্র্যাটস্ সিকিউরিটি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড, প্রেসটি 70 GSM এর স্থানে অতি নিম্নমানের 56 GSM কাগজ ব্যবহার করে।
এভাবে ইবতেদায়ী ২য় শ্রেণির (আদদুরূসুল আরাবিয়্যাহ) ৪১ হাজার ৩৮০টি, ৪র্থ শ্রেণির (বাংলাদেশ ও বিশ্ব পরিচয়) ৭৪ হাজার ৩২৭টি ও ১ম শ্রেণির (আদদুরূসুল আরাবিয়্যাহ) ৪৩ হাজার ৬০৭টি নিম্নমানের বই সরবরাহ করে লেটার এন কালার লি.; ৯ম শ্রেণির (ব্যবসা উদ্যোগ) ৯ হাজার ৫০০টি নিম্নমানের পাঠ্যবই সরবরাহ করে বর্ণমালা প্রেস; ভোকেশনাল ৯ম শ্রেণির (ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন-১) ২১ হাজার ৬৭টি নিম্নমানের বই সরবরাহ করে রেদওয়ানিয়া প্রেস এন্ড পাবলিকেশন্স।
এ ছাড়াও দাখিল ৯ম শ্রেণির (গণিত) ১৪ হাজার ৫১৫টি নিম্নমানের বই সরবরাহ করে ন্যাশনাল প্রিন্টিং প্রেস; ৯ম শ্রেণির (জীব বিজ্ঞান) ৩৪ হাজার ৬৫০টি বই ছাপায় বর্ণমালা প্রেস; দাখিল ১০ম শ্রেণির (ভোকেশনাল) ৫ হাজার ৩৮টি নিম্নমানের বই ছাপায় দোয়েল প্রিন্টার্স; চতুর্থ শ্রেণির (কুরআন মাজিদ ও তাজবীদ) ৩০ হাজার ৬৭৬টি বই ছাপায় দি গুডলাক প্রিন্টার্স।
প্রসঙ্গত, ২০২৫ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় ৪০ কোটি পাঠ্যবই সরবরাহ করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এর মধ্যে প্রায় ৪ লাখ নিম্নমানের কাগজের বই ছাপানো হয় বলে জানায় হাইটেক সার্ভে এন্ড ইন্সপেকশন সার্ভিস।