দুর্নীতি-অনিয়ম খুঁজতে ২৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শনের পরিকল্পনা ডিআইএর

১৮ জুন ২০২৫, ০৩:৫৩ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০৭:০২ PM
ফাইল ছবি

ফাইল ছবি © টিডিসি সম্পাদিত

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক-দুর্নীতি, নিয়োগে অনিয়ম এবং জাল সনদ ধরা নিয়ে কাজ করে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। তাই নতুন করে আরও ২ হাজার ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শন করার চিন্তা-ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির উর্ধ্বতন এক কর্মকর্তা। 

নতুন অর্থবছর অর্থ্যাৎ ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সারাদেশের সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসায় কোনো ধরণের অনিয়ম হচ্ছে কিনা তা যাচাই-বাছাই করবে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়ের এ সংস্থাটি।

ওই কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রায় ২ হাজার ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জুনের শেষ সপ্তাহে বা জুলাইয়ের শুরুতে মিটিং হলে নতুন বছরের পরিকল্পনা করা হবে। এ ছাড়াও মিটিংয়ে গত বছরে কতগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শন করা হয়েছে, কী কী অনিয়ম পাওয়া গেছে সব বিষয়ে আলোচনা করা হবে।

আরও পড়ুন: মাউশির প্রদর্শকসহ ৬১০ পদের সেই ‘বির্তকিত নিয়োগের’ চূড়ান্ত ফল সহসাই হচ্ছে না

তিনি আরও বলেন, ২ হাজার ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শন হবে, না আরও বাড়বে তা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত এ পরিকল্পনা রয়েছে, মিটিংয়ে সংখ্যার বিষয়টি উঠানো হবে, তখন ফাইনাল হবে। এ ছাড়াও প্রতিদিনই কোনো না কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে রিপোর্ট আসছে, একসাথে চলতি মাসের শেষ সপ্তাহে বা জুলাইয়ের প্রথম সপ্তাহে আলোচনা করে জানানো হবে।

এদিকে মঙ্গলবার (১৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) নিয়োগে অনিয়মের অভিযোগের তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে বলে জানান সংস্থাটির একাধিক কর্মকর্তা।

সপরিবারে ইউরোপে উচ্চশিক্ষা, জেনে নিন খুঁটিনাটি
  • ০২ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল
  • ০২ জানুয়ারি ২০২৬
তথ্যের গড়মিল পাওয়ায় মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
  • ০২ জানুয়ারি ২০২৬
গত ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত আব্দুল…
  • ০২ জানুয়ারি ২০২৬
মৃত ভোটারের স্বাক্ষর থাকায় স্বতন্ত্রসহ তিন প্রার্থীর মনোনয়ন…
  • ০২ জানুয়ারি ২০২৬
গ্রহণযোগ্য নির্বাচনে আ. লীগের অংশ নেওয়া-না নেওয়ার মূল্য গুর…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!