অরেঞ্জ ডি’ অর নামে হাইড্রেশন পানীয় আনলেন মেসি!

অরেঞ্জ ডি’ অর নামে হাইড্রেশন পানীয় আনলেন মেসি!
অরেঞ্জ ডি’ অর নামে হাইড্রেশন পানীয় আনলেন মেসি!  © সংগৃহীত

নতুন এনার্জি ড্রিংক বাজারে আনছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। আগেই এই ঘোষণা দিয়েছিলেন এই ফুটবল তারকা। ফুটবল বিশ্বের ব্যক্তিগত পুরস্কারের তালিকায় ওপরের দিকেই থাকবে ব্যালন ডি অর। ইতিহাসে সবচেয়ে বেশি ৮বার এই পুরস্কার নিজের করে নিয়েছেন মেসি। এবার সেই পুরস্কারকে মেসি স্মরণ করলেন অন্যভাবে।

মেসি আগে থেকেই ঘোষণা দিয়েছিলেন বাজারে হাইড্রেশন ড্রিংক নিয়ে আসার। জুন মাসেই বাজারে আসার কথা ছিল এটির। এবার সত্যিই এলো তা। ‘এমএএস+’ নামের এই এনার্জি ড্রিংকের চারটি ভিন্ন স্বাদ রয়েছে। তারই একটি ফ্লেভারের নাম মেসি রেখেছেন ব্যালন ডি অরকে স্মরণে রেখে। কমলার স্বাদে তৈরি বলেই যার নাম দেয়া হয়েছে ‘অরেঞ্জ ডি’ অর’। এছাড়া বাকি তিন ফ্লেভারের মাঝে আছে মায়ামি পাঞ্চ, বেরি কোপা ক্রাস, লিমন লাইম লিগ।

পানীয়ের নাম ‘এমএএস+’ রাখার ব্যাপারে মেসি জানান, মোট ৪৫০টি স্প্যানিশ নাম থেকে এই নামটি বেছে নেয়া হয়েছে। নিজের জীবন ও ক্যারিয়ারের কথা ভেবেই এই নাম বাছাই করেছেন। স্প্যানিশ ‘এমএএস+’ অথবা ‘মাস’ এর অর্থ আরও বেশি। সঙ্গে + চিহ্ন দিয়ে অতিরিক্ত হাইড্রেশনের দিকে ইঙ্গিত দেয়া হয়েছে।

মায়ামি পাঞ্চে বর্তমান ক্লাব ইন্টার মায়ামি এবং মায়ামি শহরকে উল্লেখ করেছেন। জামের সঙ্গে রাখা হয়েছে আনারসের হালকা মিশ্র। অরেঞ্জ ডি’ অরে রাখা হয়েছে কমলার অ্যাসিডিক স্বাদ। বেরি কোপা ক্রাস ফ্লেভারে ৭টি কোপা দেল রে এবং ২০২১ সালে জয় করা কোপা আমেরিকার স্মৃতি ফেরাতে চেয়েছেন মেসি। জাম এবং চেরি ফলের মিশ্রণে তৈরি করা হয়েছে এটি।

আর সবশেষ ফ্লেভার হিসেবে আছে লিমন লাইম লিগ। ক্যারিয়ারের চার চ্যাম্পিয়ন্স লিগকে মাথায় রেখে বাছাই করা হয়েছে এই নাম। লেবুর ফ্লেভারে বাজারে আসবে এটি।

বেভারেজ প্রস্তুতকারক কোম্পানি মার্ক অ্যান্থনি ব্র্যান্ডের সঙ্গে মেসি যৌথভাবে বাজারে আনতে যাচ্ছেন এই যুগান্তকারী নন-অ্যালকোহলিক পানীয়। আগামী ১৩ জুন বাজারে আসার কথা পানীয়টির। প্রথমে এটি যুক্তরাষ্ট্র এবং কানাডায় বাজারজাত করা হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence