প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত
সর্বনিম্ন মূল বেতন ৩৫ হাজার টাকা করে ৩১ জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সংগঠনটির মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী এক বিবৃতিতে এই দাবি জানিয়েছেন।
বিবৃতিতে ওয়ারেছ আলী বলেন, পে কমিশনের সভাপতি কমিশনের সদস্যদের সমন্বয়ে নির্ধারিত সময়ের পূর্বেই ২০টি গ্রেড রেখে সর্বনিম্ন স্কেল ২০ হাজার টাকার সুপারিশ অর্থ উপদেষ্টার উপস্থিতিতে প্রধান উপদেষ্টার নিকট প্রদান করেন। বাংলাদেশ সরকারী কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের প্রস্তাব ছিল ১ঃ৪ এবং ১২টি গ্রেডে সর্বনিম্ন স্কেল ৩৫ হাজার টাকা।
তিনি বলেন, পে-কমিশন নির্ধারিত সময়ের পূর্বেই রিপোর্ট দেওয়ায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে পে কমিশনের সভাপতিসহ অন্যান্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিভিন্ন সময় প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পে-স্কেল প্রদানের প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন এমন আন্তরিকতার বর্হিপ্রকাশ অর্থ উপদেষ্টা মধ্যে দেখেছি। এজন্য তাঁকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। অর্থ উপদেষ্টার নিকট ১১-২০ গ্রেডের কর্মচারীদের মৌলিক অধিকার তথা পরিবারের ভরণ-পোষণের বিষয় বিবেচনায় সর্বনিম্ন বেতন স্কেল ৩৫ হাজার টাকায় উন্নীতকরণসহ অন্যান্য ভাতা বৃদ্ধি করে ৩১ জানুয়ারির মধ্যে নবম পে স্কেলের গেজেট জারির সবিনয়ে অনুরোধ রাখছি।