পে স্কেল © সংগৃহীত
নতুন পে স্কেল নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ অসন্তোষ প্রকাশ করেছে। বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে পে কমিশনের প্রতিবেদন প্রকাশের পর দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে প্রতিক্রিয়া জানায় সংগঠনটির নেতারা।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা দেওয়ায় কমিশনের প্রতি তারা কৃতজ্ঞ। তবে সুপারিশে কর্মচারীদের মূল দাবির প্রতিফলন না থাকায় তারা সন্তুষ্ট নন।
তিনি বলেন, ‘আমাদের প্রধান দাবি ছিল ১:৪ অনুপাতে গ্রেড ভেঙে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করা। কিন্তু সেই দাবি পূরণ হয়নি। সর্বনিম্ন বেতনের বিষয়টি নিয়ে আমরা মোটেও সন্তুষ্ট নই।’
মো. ওয়ারেছ আলী আরও বলেন, বর্তমান প্রস্তাবিত সর্বনিম্ন বেতনে একজন সরকারি কর্মচারীর পক্ষে পরিবার নিয়ে চলা অত্যন্ত কষ্টকর। ‘২০ হাজার টাকার মতো মূল বেতনে ছয় সদস্যের একটি পরিবার চালানো বাস্তবসম্মত নয়,’ উল্লেখ করেন তিনি।
প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, সর্বনিম্ন বেতন অবশ্যই ৩৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে। পাশাপাশি বিদ্যমান বাস্তবতায় সরকারি কর্মচারীদের অন্যান্য ভাতাও বাড়ানোর দাবি জানান তিনি। নতুন পে স্কেল চূড়ান্ত করার ক্ষেত্রে কর্মচারীদের যৌক্তিক দাবি বিবেচনার প্রত্যাশা ব্যক্ত করেন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের এই নেতা।
নাম প্রকাশ না করা শর্তে অন্য আরেক নেতা বলেন, পে কমিশন যখন প্রতিবেদন তৈরিতে কাজ করে, তখন তারা ৬ সদস্যের পরিবার থেকে বেতন নির্ধারণের বিষয়টি মাথায় রেখেছিল। কিন্তু প্রতিবেদনে এর বাস্তব প্রতিফলন আমরা দেখিনি। তিনি বলেন, ১১ বছর পরে নতুন পে স্কেলের জন্য কমিশন সুপারিশ জমা দিলো। আবার যদি ১০ বছর পরও নতুন পে স্কেল দেওয়া হয়, তবে বর্তমানে ঘোষিত ২০ হাজার টাকা সর্বনিম্ন বেতন কখন কতটা প্রাসঙ্গিক থাকবে- প্রশ্ন করেন তিনি।
তথ্যমতে, নতুন প্রস্তাবিত স্কেলে সর্বনিম্ন বেতন হবে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,৬০,০০০ টাকা। অনুপাত ১:৮। কমিশনের তথ্য বলছে, প্রথম বেতন কমিশনে (১৯৭৩) সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন অনুপাত যেখানে ছিল ১:১৫.৪; সেখানে পূর্ববর্তী অর্থাৎ সর্বশেষ বেতন কমিশনে (২০১৫) তা ছিল ১:৯.৪। বর্তমান জাতীয় বেতন কমিশন (২০২৫) বিগত সময় থেকে অনেক কম অনুপাত (১:৮) সুপারিশ করছে; যা সর্বকালের মধ্যে সর্বনিম্ন।