বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত পরিবর্তন, মুনাফা পাবেন ৫ ব্যাংকের আমানতকারীরা

২২ জানুয়ারি ২০২৬, ১২:০৯ PM
পাঁচ ব্যাংক

পাঁচ ব্যাংক © টিডিসি ফটো

ব্যাপক অসন্তোষ ও আমানতকারীদের ক্ষোভের মুখে একীভূত হতে যাওয়া শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতের ওপর মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংকের ব্যক্তিগত আমানতকারীরা তাদের জমানো টাকার বিপরীতে মুনাফা পাবেন। 

মুদারাবা সেভিংস ও মেয়াদি আমানত হিসেবে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৪ শতাংশ হারে অস্থায়ী বা প্রভিশনাল মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মূলত মুনাফা বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যেই এই সংশোধিত নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা।

এক সপ্তাহ আগে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল যে, ২০২৪ ও ২০২৫ সালের আমানতের ওপর কোনো মুনাফা দেওয়া হবে না। এই ঘোষণার পর সাধারণ আমানতকারীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন এবং অনেক এলাকায় ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হয়। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় পৃথকভাবে পাঁচটি ব্যাংকের কাছে পাঠানো চিঠিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই সংশোধিত সিদ্ধান্ত কেবল ব্যক্তিগত আমানতকারীদের জন্যই প্রযোজ্য হবে। উল্লেখ্য, এই পাঁচটি ব্যাংক একীভূত হয়ে নতুন রাষ্ট্রায়ত্ত ‘সাম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ গঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক তাদের নির্দেশনায় আরও জানিয়েছে, ইতোমধ্যে যেসব মুনাফা বিতরণ করা হয়েছে, প্রয়োজন অনুযায়ী সেগুলো পুনর্গণনা করে অতিরিক্ত বা ঘাটতি থাকলে তা সমন্বয় করতে হবে। মাসিক ও দৈনিক মুনাফাভিত্তিক মুদারাবা আমানতের ক্ষেত্রে ২০২৪ ও ২০২৫ সালের জন্য মোট মুনাফা অনুমোদিত বার্ষিক ৪ শতাংশের বেশি হতে পারবে না। 

এছাড়া, সব মুদারাবা হিসাবের মুনাফা পুনর্গণনা ও সমন্বয় শেষে তিন কার্যদিবসের মধ্যে ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টে সমন্বয় বিবরণী জমা দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মূখ্য সমন্বয়কারী তারিকুল ই…
  • ২২ জানুয়ারি ২০২৬
গণভোট ও সংসদ নির্বাচনের দিন কি দুটি ব্যালটেই সিল দিতে হবে?
  • ২২ জানুয়ারি ২০২৬
মনোনয়ন বৈধ করতে নতুন উদ্যোগ মঞ্জুরুল আহসান মুন্সীর
  • ২২ জানুয়ারি ২০২৬
১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম
  • ২২ জানুয়ারি ২০২৬
বহিষ্কৃত দুই নেতাকে দলে ফেরাল বিএনপি, পদ হারালেন আরেকজন
  • ২২ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে প্রথম বর্ষে ভর্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ
  • ২২ জানুয়ারি ২০২৬