দুইদিনে সোনার দাম বাড়ল ২৩ হাজারের বেশি, আজ ভরি কত?

২৯ জানুয়ারি ২০২৬, ১০:৩৬ AM , আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ AM
স্বর্ণের নতুন দাম

স্বর্ণের নতুন দাম © সংগৃহীত

আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে দেশের বাজারে স্বর্ণের দাম এক অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২৩ হাজার টাকারও বেশি। ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন ২ লাখ ৮৫ হাজার ৯৯৯ টাকা। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

প্রচলিত মানদণ্ড অনুযায়ী ১ ভরি সমান ১১.৬৬৪ গ্রাম হিসেবে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকায় প্রতি গ্রাম ২২ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্ককৃত স্বর্ণের দাম ধরা হয়েছে ২৪,৫২০ টাকা। সেই হিসেবে প্রতি ভরির দাম দাঁড়ায় ২ লাখ ৮৫ হাজার ৯৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম ২৩,৪০৫ টাকা হিসেবে প্রতি ভরি ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম ২০,০৬০ টাকা হিসেবে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ১ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি গ্রাম ১৬,৫৫০ টাকা হিসেবে প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৯৩ হাজার ৩৭ টাকায়।

আরও পড়ুন: স্বর্ণের ভরি কি ৩ লাখ ছাড়াবে— দাম বাড়ার নেপথ্যে কী

স্বর্ণের পাশাপাশি রুপার দামও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বাজারে এখন ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৮,৫৭৩ টাকায় (প্রতি গ্রাম ৭৩৫ টাকা) পাওয়া যাবে। ২১ ক্যারেট রুপার ভরি ৮,১৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ৬,৯৯৮ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম পড়বে ৫,২৪৯ টাকা।

এর আগে, বুধবার (২৮ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে ভরিতে ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৭ হাজার ৪৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চায়না-বাংলাদেশ পার্টনারশিপ ফোরাম …
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুর সংঘর্ষে যুবদল নেতার মৃত্যুর তথ্য ফেসবুকে, লাইভে এসে …
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘উনি ভারতীয় প্ল্যান নিয়ে বাংলাদেশে এসেছেন’‒ কাকে উদ্দেশ্য ক…
  • ২৯ জানুয়ারি ২০২৬
সারোয়ার তুষারের আসনে ব্যালট পেপারে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক না …
  • ২৯ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থীর ২ সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ ধানের শী…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমীরের সাথে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ২৯ জানুয়ারি ২০২৬