দেশের ইতিহাসে স্বর্ণের দামের নতুন রেকর্ড, এবার ভরি কত?

২৮ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ AM
সোনার দামে নতুন রেকর্ড

সোনার দামে নতুন রেকর্ড © সংগৃহীত

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৯ হাজার ৭৮৪ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। আজ বুধবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্ককৃত স্বর্ণের দাম প্রতি ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৬৯ হাজার ৭৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। 

আরও পড়ুন: বিজ্ঞানসম্মত যে পাঁচ অভ্যাস দীর্ঘ ও সুস্থ জীবনযাপনের চাবিকাঠি

এছাড়াও নতুন এই দর অনুসারে, ২১ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্ককৃত স্বর্ণের প্রতি প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৪৮৩ টাকা। অন্যদিকে ১৮ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি এখন ২ লাখ ২০ হাজার ৭৪৩ টাকায় বিক্রি হবে। এছাড়াও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি ১ লাখ ৮১ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। বাজারে এখন ২২ ক্যারেট রুপা ভরিপ্রতি ৭,৭৫৭ টাকায় পাওয়া যাবে। ২১ ক্যারেট রুপার ভরিপ্রতি ৭,৪০৭ টাকা এবং ১৮ ক্যারেটের ভরিপ্রতি ৬,৩৫৭ টাকা ধার্য করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার ক্ষেত্রে প্রতি ভরির দাম পড়বে ৪,৭৮২ টাকা।

ভারতে বিমান দুর্ঘটনা: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত
  • ২৮ জানুয়ারি ২০২৬
জোড়া ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের
  • ২৮ জানুয়ারি ২০২৬
১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ
  • ২৮ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ, দেখুন এখানে
  • ২৮ জানুয়ারি ২০২৬
নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নির্বাচনী কার্যালয় ভা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
রাবি ‘বি’ ইউনিটে সেরা এমএম কলেজের ঐশী, অ-বাণিজ্যে প্রথম শুক…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage