ডিসেম্বরের প্রথম ছয় দিনে রেমিট্যান্স এলো ৭৭৩০ কোটি টাকা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ PM
চলতি মাসের প্রথম ছয় দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৩২ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৭ হাজার ৭৩০ কোটি টাকা (১ ডলারে ১২২.৩১ টাকা ধরে)। গেল বছরে একই সময়ে দেশে এসেছিল ৫৯৪ মিলিয়ন মার্কিন ডলার।
রবিবার (০৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি জানান, গত চার দিনে রেমিট্যান্স এসেছে ৩৮৫ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৪ হাজার ৭০৯ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, চলতি মাসে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে সাড়ে ৬ শতাংশ। চলতি অর্থবছরে এখন পর্যন্ত দেশে এসেছে ১৩ হাজার ৬৭১ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরে ছিল ১১ হাজারা ৭৩২ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রবাহ বেড়েছে সাড়ে ১৬ শতাংশ।