ডিসেম্বরের প্রথম ছয় দিনে রেমিট্যান্স এলো ৭৭৩০ কোটি টাকা

চলতি মাসের প্রথম ছয় দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৩২ মিলিয়ন মার্কিন ডলার
চলতি মাসের প্রথম ছয় দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৩২ মিলিয়ন মার্কিন ডলার  © সংগৃহীত

চলতি মাসের প্রথম ছয় দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৩২ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৭ হাজার ৭৩০ কোটি টাকা (১ ডলারে ১২২.৩১ টাকা ধরে)। গেল বছরে একই সময়ে দেশে এসেছিল ৫৯৪ মিলিয়ন মার্কিন ডলার।

রবিবার (০৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি জানান, গত চার দিনে রেমিট্যান্স এসেছে ৩৮৫ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৪ হাজার ৭০৯ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, চলতি মাসে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে সাড়ে ৬ শতাংশ। চলতি অর্থবছরে এখন পর্যন্ত দেশে এসেছে ১৩ হাজার ৬৭১ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরে ছিল ১১ হাজারা ৭৩২ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রবাহ বেড়েছে সাড়ে ১৬ শতাংশ।


সর্বশেষ সংবাদ