নভেম্বরের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স এল ১৮ হাজার ৬৪১ কোটি টাকা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৭:২৩ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৫, ০৭:২৩ PM
চলতি অর্থবছরে (২০২৫-২০২৬) দেশে দুই দিনে রেমিট্যান্স এসেছে ১৭৭ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দুই হাজার ১৬৬ কোটি টাকা (১ ডলারে ১২২.৪০ টাকা ধরে)।
রবিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
এদিকে নভেম্বর মাসের প্রথম ১৫ দিনে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ১ হাজার ৫২৩ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৮ হাজার ৬৪১ কোটি টাকা।
গেল বছরে একই সময়ে দেশে এসেছিল ১২৩৭ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ। এছাড়া চলতি অর্থবছরের ১৫ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ১১ হাজার ৬৭২ মিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪.৭ শতাংশ বেশি।
প্রসঙ্গত, অক্টোবর মাসে দেশে এসেছিল ২৫৬ কোটি ডলারের বেশি। এছাড়া সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।