‘টাচ এন গো’র মাধ্যমে বিকাশে রেমিট্যান্স গ্রহণ করে ৪ লক্ষাধিক টাকার মিনিস্টারের পণ্য জেতার সুযোগ

০৯ অক্টোবর ২০২৫, ০৮:৩৬ PM , আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৪০ PM
বিকাশে রেমিট্যান্স গ্রহণ করে ৪ লক্ষাধিক টাকার পণ্য জেতার সুযোগ

বিকাশে রেমিট্যান্স গ্রহণ করে ৪ লক্ষাধিক টাকার পণ্য জেতার সুযোগ © সংগৃহীত

মালয়েশিয়া থেকে আন্তর্জাতিক মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ‘টাচ এন গো’-এর মাধ্যমে ‘বিকাশ’-এ পাঠানো সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী একজন প্রবাসীর স্বজন প্রতি মাসে পেতে পারেন ১ লাখ ৫০ হাজার টাকার মিনিস্টার পণ্যের কুপন। পাশাপাশি, প্রতি সপ্তাহে আরও পাঁচজন করে পাচ্ছেন ২৫ থেকে ৫ হাজার টাকার কুপন।

ব্যাংকিং চ্যানেল হয়ে বৈধপথে রেমিট্যান্স পাঠানোকে আরও উদ্বুদ্ধ করতেই ‘টাচ এন গো’, মিনিস্টার ও বিকাশ এই ক্যাম্পেইনের আয়োজন করেছে। এতে ব্যাংকিং পার্টনার হিসেবে যুক্ত আছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। ক্যাম্পেইনটি শুরু হয়েছে ১লা অক্টোবর এবং চলবে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। মালয়েশিয়ার জনপ্রিয় ফিন্যান্সিয়াল অ্যাপ ‘টাচ এন গো ই-ওয়ালেট’-এর মাধ্যমে বাংলাদেশি প্রবাসীরা দেশে থাকা স্বজনের বিকাশ অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠাতে পারছেন মুহূর্তেই। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী তাঁরা বিকাশে প্রতি লেনদেনে সর্বোচ্চ ২ হাজার  ৫০ হাজার টাকা পাঠাতে পারছেন।

সাপ্তাহিক কুপন জিততে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে ১০ হাজার টাকা (সরকারি ২.৫% প্রণোদনা ছাড়া) বা তার বেশি রেমিটেন্স পাঠাতে হবে মালয়েশিয়া প্রবাসীদের। আর মাসিক কুপন জিততে হলে প্রতি মাসে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে কমপক্ষে ৪০ হাজার টাকা (সরকারি ২.৫% প্রণোদনা ছাড়া) বা তার বেশি রেমিট্যান্স পাঠাতে হবে। একজন রেমিট্যান্স গ্রহণকারী একবার করে সাপ্তাহিক ও মাসিক কুপন জিততে পারবেন। মিনিস্টার পণ্য কিনে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে কুপনগুলো ব্যবহার করা যাবে।

‘টাচ এন গো ই-ওয়ালেট’ থেকে খুব সহজে, তাৎক্ষণিক ও নিরাপদে দেশে থাকা স্বজনের বিকাশ অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠাতে পারছেন মালয়েশিয়া প্রবাসীরা। ‘টাচ এন গো ই-ওয়ালেট’ অ্যাপের গো রেমিট অপশন থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। এখানে ই-ওয়ালেট সিলেক্ট করে যত রেমিটেন্স পাঠাবেন তার পরিমাণ লিখে পরের ধাপে যেতে হবে। পরের ধাপে প্রাপকের বিকাশ অ্যাকাউন্টের নাম ও নম্বর বসিয়ে আনুষঙ্গিক কিছু তথ্য দিয়ে নিশ্চিত করলেই রেমিট্যান্স পৌঁছে যাবে দেশে থাকা স্বজনের কাছে।

সহজ, তাৎক্ষণিক, নিরাপদ ও বৈধ লেনদেন হওয়ায় দিন দিন জনপ্রিয় হচ্ছে বিকাশের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণ। বর্তমানে, বিশ্বের ১৪০টির বেশি দেশ থেকে ১১০টি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের (এমটিও) মাধ্যমে দেশের ২৫টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকে সেটেলমেন্ট হয়ে নিমেষেই রেমিট্যান্স পৌঁছে যাচ্ছে দেশে থাকা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। রেমিটেন্সে আসা এই টাকা ব্যবহার করে প্রিয়জনরা ঘরে বসেই অসংখ্য সেবা নিতে পারছেন—যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো ইউটিলিটি সেবার বিল পরিশোধ, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি সেবার ফি পরিশোধ এবং অনুদান প্রদান।

ইউপি সচিবের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ
  • ১৯ জানুয়ারি ২০২৬
মাদারীপুরে বাস ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ জিয়া: ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শের রূপকার
  • ১৯ জানুয়ারি ২০২৬
এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9