চট্টগ্রাম ও বরিশালে বিকাশের ‘বিজ্ঞান উৎসব’

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ PM
বিকাশের ‘বিজ্ঞান উৎসব’

বিকাশের ‘বিজ্ঞান উৎসব’ © সৌজন্যে প্রাপ্ত

স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করতে বিকাশ ও বিজ্ঞান চিন্তা’র আয়োজনে চট্টগ্রাম ও বরিশালে বিজ্ঞান উৎসবের দুটি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা, রংপুর, রাজশাহীর পর এ দুটি উৎসবে ৯০টি স্কুলের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের উদ্ভাবনী ও গবেষণাধর্মী বিভিন্ন প্রকল্প প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞানবিষয়ক তথ্যভিত্তিক আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বসহ নানা আয়োজনে উৎসবমুখর ছিল এ আসর।

চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও বরিশালের বিএম স্কুলে উৎসবে দুই বিভাগ থেকে শিক্ষার্থীরা প্রায় ১০০টি প্রকল্প প্রদর্শন করে। খুদে বিজ্ঞানীদের প্রদর্শিত নানা উদ্ভাবনী প্রকল্পের মধ্য থেকে সেরা উনিশ প্রকল্পকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি উৎসবে কুইজে অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে প্রতিটি বিভাগে দুই ক্যাটাগরিতে মোট ৪২ বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়।

চট্টগ্রাম বিভাগের উৎসবে ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমেদ শাহীন আলরাজী, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম মাইনুল হক মিয়াজী।

বরিশাল বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিএম স্কুলের প্রধান শিক্ষক মো. মোমিন হাওলাদার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক হেনা রানী বিশ্বাস, পদার্থ বিভাগের সহযোগী অধ্যাপক মো. খোরশেদ আলম। উভয় বিভাগের উৎসবেই বিকাশের রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ভাইস-প্রেসিডেন্ট সায়মা আহসান ও বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার উপস্থিত ছিলেন।

বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান প্রকল্পে ও কুইজ বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে পরবর্তীতে ঢাকায় জাতীয় পর্যায়ে চূড়ান্ত বিজ্ঞান উৎসব আয়োজন করা হবে। সেখানে অংশগ্রহণকারীদের মধ্যে চূড়ান্ত পর্বে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

ট্যাগ: বিকাশ
আজ পবিত্র শবে মেরাজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
ভারতের বিপক্ষে আধিপত্য দেখিয়ে জয় তুলে নিল বাংলাদেশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
আজ রাজধানীতে কোথায় কী
  • ১৬ জানুয়ারি ২০২৬
শেষ পর্যন্ত গুগলের ওপরই ভরসা রাখল অ্যাপল
  • ১৬ জানুয়ারি ২০২৬
পাকিস্তানি বংশোদ্ভূত দুই ইংলিশ তারকা ক্রিকেটারকে ভিসা দিতে …
  • ১৬ জানুয়ারি ২০২৬
বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9