টানা তৃতীয়বার ইউরোমানি ‘বেস্ট ব্যাংক’ স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক

২০ জুলাই ২০২৫, ১০:২৪ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৯:০৬ PM
প্রাইম ব্যাংক পিএলসি

প্রাইম ব্যাংক পিএলসি © সংগৃহীত

প্রাইম ব্যাংক পিএলসি., ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২৫-এ বাংলাদেশের ‘সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। টানা তৃতীয়বারের মতো ব্যাংকটি এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল। এ সম্মাননা প্রাইম ব্যাংকের টেকসই উন্নয়ন, নৈতিক ব্যাংকিং ও সুশাসন চর্চার প্রতি অটল প্রতিশ্রুতি ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

বৈশ্বিক ব্যাংকিং খাতের মানদণ্ড নির্ধারণে কাজ করে ইউরোমানি। প্রতিবছর জুলাই মাসে প্রায় ১০০টি দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মূল্যায়ন করে তারা। ‘বেস্ট ব্যাংক ফল ইএসজি’ পুরস্কার সেইসব প্রতিষ্ঠানকে দেওয়া হয়, যারা ব্যাংকিং কার্যক্রমের প্রতি স্তরে পরিবেশগত, সামাজিক ও সুশাসনমূলক নীতিমালা সফলভাবে অনুসরণ করে।

টানা তৃতীয়বারের মতো এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জনের মাধ্যমে, বাংলাদেশে টেকসই ব্যাংকিংয়ের পথপ্রদর্শক হিসেবে প্রাইম ব্যাংক নিজের অবস্থান আরও সুসংহত করল। ইএসজি পারফরমেন্সের ক্ষেত্রে এই ধারাবাহিক সম্মাননা অর্জন প্রাইম ব্যাংকের টেকসই সাফল্য ও ধারাবাহিক অগ্রগতিকে তুলে ধরে।

প্রাইম ব্যাংকে ইএসজি সুশাসন প্রতিষ্ঠার স্বীকৃতি হলো এ সম্মাননা অর্জন, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে স্বচ্ছ নীতিমালা ও জবাবদিহিমূলক ব্যবস্থা বাস্তবায়নে ভূমিকা পালন করছে। একই সঙ্গে ব্যাংকটির সবুজ অর্থায়নের মাধ্যমে টেকসই ঋণ, জ্বালানি সরবরাহ প্রকল্প এবং অন্তর্ভুক্তিমূলক সামাজিক দায়িত্বশীল কর্মসূচি গ্রহণ করা হয়। এসব প্রকল্প কমিউনিটি ডেভেলপমেন্ট, ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আর্থিক সাক্ষরতায় ভূমিকা রাখে।

প্রাইম ব্যাংক পিএলসির সিইও হাসান ও. রশীদ বলেন, ‘ইউরোমানি কর্তৃক আবারও সেরা ব্যাংকের স্বীকৃতি পাওয়ায় আমরা অত্যন্ত গর্বিত। এই পুরস্কার টেকসই অর্থায়ন, কমিউনিটি ইমপ্যাক্ট এবং সুশাসনের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন।’

তিনি আরও বলেন, ‘সবুজ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণে আমাদের সঙ্গে থাকার জন্য নিবেদিতপ্রাণ সহকর্মী, অংশীদার এবং গ্রাহকদের প্রতি আমরা কৃতজ্ঞ।’

এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
কুবিতে ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9