শরিয়াহ-সম্মত বিনিয়োগ প্রসারে কাজ করবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট ও আইএফএ কনসালটেন্সি

১৮ জুন ২০২৫, ০৮:১৩ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৫:২০ PM
সমঝোতা স্মারক স্বাক্ষর

সমঝোতা স্মারক স্বাক্ষর © টিডিসি ফটো

বাংলাদেশের ইসলামী বিনিয়োগ ব্যবস্থার উন্নয়ন এবং প্রসারে একসাথে কাজ করবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) এবং শরিয়াহ পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সি লিমিটেড (আইএফএসি)। 

সম্প্রতি বনানীতে পিবিআইএল-এর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। পিবিআইএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, সৈয়দ এম ওমর তৈয়ব এবং আইএফএসি-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক, মুফতি আবদুল্লাহ মাসুম সিএসএএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এই কৌশলগত সহযোগিতার মাধ্যমে পিবিআইএল-এর পোর্টফোলিও ব্যবস্থাপনা দক্ষতা এবং আইএফএসি-এর শরিয়াহ অর্থব্যবস্থা বিষয়ক দক্ষতাকে কাজে লাগিয়ে শরিয়াহ-সম্মত বিনিয়োগ ব্যবস্থাকে এগিয়ে নেওয়া হবে। এই সহযোগিতার আওতায়- প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, সুকুক পরামর্শ, শরিয়াহ সূচক উন্নয়ন, নতুন সেবার পরিকল্পনা, শরিয়াহ তত্ত্বাবধান ও পর্যালোচনা এবং গবেষণা ও প্রকাশনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র অন্তর্ভুক্ত থাকবে।

গত বছর পিবিআইএল বাংলাদেশের প্রথম শরিয়াহ-সম্মত পুঁজিবাজার বিনিয়োগ প্রকল্প “প্রাইম ইনভেস্ট শরিয়াহ” চালু করে। এই সহযোগিতা পিবিআইএল-এর #AccessToInvestment উদ্যোগের অংশ, যার লক্ষ্য শরিয়াহ-সম্মত বিনিয়োগকে আরও সহজলভ্য করা।

পিবিআইএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এম ওমর তৈয়ব বলেন, ‘বাংলাদেশে ইসলামী বিনিয়োগ ব্যবস্থাকে শক্তিশালী করতে এই অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আইএফএসি-এর সঙ্গে যৌথভাবে আমরা এমন উদ্ভাবনী শরিয়াহ-সম্মত বিনিয়োগ সমাধান দিতে চাই, যা নৈতিকতা বজায় রেখে গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সক্ষম।’

আইএফএসি-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি আবদুল্লাহ মাসুম বলেন, ‘পিবিআইএল-এর সঙ্গে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। এ সহযোগিতার মাধ্যমে আমরা হালাল আর্থিক সমাধানের প্রসার ঘটিয়ে টেকসই প্রবৃদ্ধিতে অবদান রাখতে চাই।’

এই অংশীদারিত্ব উভয় প্রতিষ্ঠানের হালাল অর্থনীতি বিষয়ক প্রচার এবং বাংলাদেশে নৈতিক ও শরিয়াহ-সম্মত বিনিয়োগ সুযোগ সম্প্রসারণে প্রতিশ্রুতির প্রতিফলন।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9