দুর্নীতি ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানের কেনাকাটায় নতুন আদেশ

২৯ জানুয়ারি ২০২৬, ০২:৪৩ PM
মাউশির লোগো ও ভুয়া ভাউচার দিয়ে দুর্নীতির প্রতীকী চিত্র

মাউশির লোগো ও ভুয়া ভাউচার দিয়ে দুর্নীতির প্রতীকী চিত্র © সংগৃহীত

ভুয়া বিল-ভাউচার দেখিয়ে শিক্ষা খাতে নয়ছয় বা অনিয়ম ঠেকাতে সরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসগুলোতে সরকারের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কেনাকাটা করার নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রকাশিত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ যা ২০২৫ খ্রিষ্টাব্দের ২৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার বিধি ১৫০ (১) অনুযায়ী উল্লেখ আছে যে, আইনের উদ্দেশ্য পূরণকল্পে, এই আইনের অধীন ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালে প্রক্রিয়াযোগ্য সব সরকারি ক্রয় সরকারের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে ইলেকট্রনিক পরিচালন পদ্ধতিতে সম্পন্ন করতে হবে। ব্যতিক্রমী ক্ষেত্রে, ইলেকট্রনিক পরিচালন পদ্ধতিতে কোনো ক্রয়কারী ক্রয় প্রক্রিয়ায়করণে অসমর্থ হলে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।

এতে আরও বলা হয়, বিধান অনুসারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ক্রয়কারী সংস্থার প্রধানের আওতাধীন সব প্রকল্প, আঞ্চলিক কার্যালয়গুলো, সব সরকারি কলেজ, সব মাধ্যমিক বিদ্যালয়, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, টিটিসি, এইচএসটিটিআই এবং ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনএএএনডি) একাডেমিতে সরকারি ক্রয় কার্যক্রম ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পদ্ধতিতে সম্পন্ন করার জন্য নির্দেশনা দেয়া হলো।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইউজার আইডি খোলার বিষয়ে জানিয়ে আদেশে বলা হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান, অফিস প্রধানকে নির্ধারিত ছক, নির্দেশনা অনুযায়ী ডোমেন আইডি, পিই অফিস তৈরি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইউজার আইডি খোলার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য বলা হল।

 

নেতার ইগো ও ষড়যন্ত্রে চার দশক পর বিএনপি ছাড়লেন মাহাবুব মা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৫ ফেব্রুয়ারি
  • ২৯ জানুয়ারি ২০২৬
রোগী বহনকারী অ্যাম্বুলেন্স অপেক্ষমাণ রেখে ফেরি ছেড়ে দেওয়ার …
  • ২৯ জানুয়ারি ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালালে যে ৭ ঘটনা ঘটতে পারে
  • ২৯ জানুয়ারি ২০২৬
ভোকেশনালের সমাপনী পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ শুরু ১ ফেব্রুয়ার…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ লিমিটেড, আবেদন শেষ ৩ ফেব্রুয়ারি
  • ২৯ জানুয়ারি ২০২৬