মাউশি © সম্পাদিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের আগে পর্যন্ত যেকোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রলালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।
চিঠিটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়কালীন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোন পেশাজীবি সংগঠন বা অন্য কোন সংগঠনের নির্বাচন আয়োজন না করা সংক্রান্ত চিঠির ছায়ালিপি অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ করা হলো।