প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে যুক্ত হলো আইসিটি

১৩ জানুয়ারি ২০২৬, ০৩:০১ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ নিয়োগে আরেকটি আইসিটি বিষয় যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি সংশোধন হতে যাওয়া খসড়ায় যুক্ত করা হয়েছে। সোমবার এ সংক্রান্ত খসড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

খসড়া অনুযায়ী ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ হবে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, আইসিটি, প্রশাসনিক কাঠামো, দক্ষতা এবং আর্থিক বিধি বিধান বিষয়ে প্রশ্ন থাকবে। এছাড়া শিক্ষাগত যোগ্যতার সনদের ক্ষেত্রে ১২ এবং ভাইভার জন্য ৮ নম্বর নির্ধারণ করা হয়েছে।

এদিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে ২০২৫ সালে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে কতজন যোগদান করেছেন, কতজনের এমপিও হয়নি—এ তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। 

নির্দেশনাটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) বরাবর পাঠানো হয়েছে। জানা গেছে, গত ৭ জানুয়ারি মাউশির আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালকদের সাথে মতবিনিময় সভা করে শিক্ষা মন্ত্রণালয়। মতবিনিময় সভায় ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ পাওয়া শিক্ষকদের তথ্য সংগ্রহের সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন: বাসার সঙ্গে বিদ্যুৎ ভাতাও নেন শিক্ষক-কর্মকর্তারা, ঢাবির গচ্চা ১৭ কোটি টাকা

নির্দেশনায় বলা হয়, এনটিআরসিএর মাধ্যমে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ৪১ হাজার ৬২৭ জন শিক্ষককে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। সুপারিশপ্রাপ্তদের মধ্যে কতজন যোগদান করেছেন, কতজনের যোগদান পরবর্তী পদায়ন করা সম্ভব হয়নি বা পদায়নে কোনো সমস্যা রয়েছে কি না, যোগদানকৃতদের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকগণের সংখ্যা কত, এমপিওভুক্ত হয়নি এমন শিক্ষক কারা ইত্যাদি তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হতে প্রেরণ করা প্রয়োজন।

এতে আরও বলা হয়, নির্দেশনায় উল্লেখিত ছক অনুযায়ী সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মধ্য হতে যে সব শিক্ষক এখনও এমপিওভুক্ত হননি, তাদের তথ্যাদি আগামী ২৫ জানুয়ারির মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

লাইনে দুর্ঘটনা, রাজধানীর কয়েকটি এলাকায় গ‍্যাস বন্ধ
  • ১৪ জানুয়ারি ২০২৬
১১ দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা বুধবার বিকাল সাড়ে ৪ টায়
  • ১৪ জানুয়ারি ২০২৬
তিন শর্ত মেনে অঙ্গীকারনামা দিতে হবে প্রার্থীদের, প্রত্যাখ্য…
  • ১৪ জানুয়ারি ২০২৬
পর্দা নামলো ঢাবির এফ এইচ হল ষোড়শ জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের
  • ১৪ জানুয়ারি ২০২৬
জমি বিক্রির টাকা না দেওয়ায় বাবা-মাকে জ্যান্ত কবরের চেষ্টা
  • ১৪ জানুয়ারি ২০২৬
নিকাব নিয়ে বিএনপি নেতার মন্তব্যের প্রতিবাদে জবি ছাত্রীসংস্থ…
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9