মাউশি লোগো © টিডিসি ফটো
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষিত বদলি কার্যক্রমের সফটওয়্যার তৈরির আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার বিকেলে কারিগরি সহায়তাদানকারী প্রতিষ্ঠান টেলিটক লিমিটেড এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হবে। বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয় এই সফটওয়্যার তৈরির জন্য চুক্তির অনুমোদন প্রদান করেছিল।
মাউশি অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েন, সফটওয়্যার নির্মাণের পাশাপাশি বদলির সংশোধিত নীতিমালা নিয়েও কাজ চলছে। আশা করা যাচ্ছে খুব দ্রুতই এই নীতিমালা জনসমক্ষে প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগের ফলে এখন থেকে শুধু এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরাই নন, বরং সর্বজনীন বদলি প্রক্রিয়া একটি নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হবে। সফটওয়্যার তৈরির মূল দায়িত্ব পেয়েছে টেলিটক লিমিটেড এবং শীঘ্রই নীতিমালার প্রয়োজনীয় সংশোধন আসতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য যে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে সরাসরি বদলির কোনো সুযোগ ছিল না। তারা নতুন গণবিজ্ঞপ্তিতে আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের নতুন করে আবেদন করার পথ বন্ধ করে দেয়।
পরবর্তীতে শিক্ষকদের পক্ষ থেকে জোরালো আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর বিশেষ উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এই লক্ষ্যে একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের করা রিট আবেদন, সফটওয়্যার প্রস্তুত না হওয়া এবং নীতিমালা সংশোধনসহ একাধিক কারিগরি ও আইনি জটিলতার কারণে এখন পর্যন্ত বদলি কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। এই চুক্তির মাধ্যমে সেই স্থবিরতা কাটবে বলে আশা করা হচ্ছে।