মাউশি লোগো © টিডিসি ফটো
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দুইটি পৃথক অধিদপ্তরে বিভক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত আগামী রবিবার (১৮ জানুয়ারি) গ্রহণ করা হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাকে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ এবং কলেজ পর্যায়ের শিক্ষাকে ‘কলেজ শিক্ষা অধিদপ্তর’ হিসেবে আলাদা করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই অধিদপ্তর পৃথক করার লক্ষ্যে করণীয় নির্ধারণের জন্য আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। সভাটি রবিবার সকাল সাড়ে ১০টায় মাধ্যমিক ও উচ্চ বিভাগের সচিবের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে (কক্ষ নং ১৮১৫, ভবন নং-৬, বাংলাদেশ সচিবালয়) অনুষ্ঠিত হবে।
সভায় সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মাউশির দ্বৈত দায়িত্বের কারণে কার্যক্রমে জটিলতা সৃষ্টি হচ্ছিল। দুইটি স্বতন্ত্র অধিদপ্তর গঠনের ফলে মাধ্যমিক এবং কলেজ পর্যায়ের শিক্ষাকে আলাদাভাবে মনিটরিং ও উন্নয়নমূলক কার্যক্রম চালানো সম্ভব হবে।