বদলি সফটওয়্যার তৈরি করবে ইএমআইএস সেল, ৭ সদস্যের কমিটি গঠন

শ্রেণিকক্ষে শিক্ষক ও সরকারি লোগো
শ্রেণিকক্ষে শিক্ষক ও সরকারি লোগো  © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ সফটওয়্যার তৈরি করবে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল। আগামী জুন মাসের মধ্যে বদলির সফটওয়্যার তৈরি করা হতে পারে।

বুধবার (৩০ এপ্রিল) মাউশি এবং ইএমআইএস সেল সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) মো. ইউনুছ ফারুকী বলেন, ‘শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরির জন্য ইএমআইএস সেলকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেলের তিন কর্মকর্তা গতকাল আমাদের সঙ্গে সভা করেছেন। আশা করছি চলতি বছর থেকেই শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।’

মাউশির একটি সূত্র জানিয়েছে, সফটওয়্যার তৈরির কমিটিতে আহবায়ক করা হয়েছে মাউশির কলেজ ও প্রশাসন শাখার পরিচালক প্রফেসর বি. এম. আব্দুল হান্নানকে। কমিটিতে একই শাখার উপ-পরিচালক (কলেজ-২) মোঃ নওসের আলী, উপ-পরিচালক (মাধ্যমিক) মো. ইউনুছ ফারুকী, সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম মোসলেম উদ্দিন, ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমানসহ আরও দুই কর্মকর্তা রয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা জানান, জানান, ‘নীতিমালা অনুযায়ী বদলি কার্যক্রম শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশনা রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইএমআইএস সেল জুনের মধ্যে সফটওয়্যার তৈরির কাজ শেষ করতে পারলে সেপ্টেম্বর মাসেই বদলি বিজ্ঞপ্তি জারি করা হবে।’

বদলি চালু অক্টোবরে

মাউশি কর্মকর্তারা জানিয়েছেন, এমপিও নীতিমালা অনুযায়ী আগামী অক্টোবর মাস থেকে বদলি প্রক্রিয়া চালুর চেষ্টা করা হচ্ছে। নির্ধারিত সময়সীমার মধ্যে বদলি সফটওয়্যার তৈরি করতে পারলে সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পরবর্তীতে অক্টোবর মাস জুড়ে বদলি আবেদনগ্রহণ শেষে নভেম্বরে বদলি হতে পারবেন শিক্ষকরা।

মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক-২) মো. ইউনুছ ফারুকী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যে পরিপত্র জারি করেছে, সে অনুযায়ীই বদলি কার্যক্রম পরিচালনা করা হবে। অর্থাৎ আমরা অক্টোবর থেকেই বদলি চালু করতে চাই। এজন্য একটি সফটওয়্যার তৈরির কাজ চলছে।’

কতদিনের মধ্যে সফটওয়্যার তৈরি করা হতে পারে এমন প্রশ্নের জবাবে মাউশির মাধ্যমিক শাখার এ কর্মকর্তা জানান, ‘আমাদের পরিকল্পনা হলো- মে থেকে জুন মাসের মধ্যে বদলির সফটওয়্যার তৈরি করার। সে পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। আমাদের একটি উইংকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।’


সর্বশেষ সংবাদ