হাটহাজারীতে আগুনে পুড়ল বাজারের পাঁচ দোকান © টিডিসি ফটো
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারি) রাতে মির্জাপুর ইউনিয়নের বাজারে এ আগুন লাগে। এতে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, বাজারের হাজী সফর আলী সড়কসংলগ্ন একটি দোকানে গ্যাসের চুলা থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।
খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (জোন-৩) মোহাম্মদ আব্দুল মন্নান এবং সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পাঁচটি কাঁচা দোকান পুড়ে ছাই হয়ে যায়।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চারটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছানো হয়। যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে পরে জানানো হবে।