নিউমার্কেটে সংঘর্ষে ‘গুলিতে’ আহত দুই শিক্ষার্থী, একজনের অবস্থা গুরুতর

১৯ এপ্রিল ২০২২, ০৭:১৪ AM
সংঘর্ষে আহত ঢাকা কলেজের দুই শিক্ষার্থী

সংঘর্ষে আহত ঢাকা কলেজের দুই শিক্ষার্থী © টিডিসি ফটো

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় গুলিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। সোমবার (১৮ এপ্রিল) রাত আড়াইটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া আরও কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাত ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

আহত দুই ছাত্র হলেন রজব ইসলাম (২৭) ও মোশাররফ হাজারি (২৪)। এর মধ্যে মোশাররফের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরে অসংখ্য রাবার বুলেটের চিহ্ন রয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসক আইসিইউতে নিতে বলেছেন বলে জানান এক শিক্ষার্থী।

ঢাকা কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর অভিযোগ বলেন, ‘পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে মোশাররফ গুলিবিদ্ধ হন। অন্যদিকে একটি টিয়ার শেল রজবের বুকে লাগে।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁদড়র ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছোঁড়ে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। দুই ব্যবসায়ীও আহত হয়েছেন।

আরো পড়ুন: শিক্ষার্থীদের দমাতেই ১০০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ

সংঘর্ষের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান নিউমার্কেটের চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে সাংবাদিকদের বলেন, ‘নিউমার্কেটে ব্যবসায়ীদের সাথে তিন শিক্ষার্থীর কথা-কাটাকাটির জের ধরেই সংঘর্ষের সূত্রপাত। শুরুতে স্থানীয় থানা পুলিশ এবং কন্ট্রোল রুমের অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে। পরবর্তীতে আরও অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি শান্ত করা হয়েছে।’

সবমিলিয়ে ১০০ রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়েছে বলে জানান তিনি। তবে অসংখ্য শিক্ষার্থী পুলিশের গুলিতে আহত হয়েছেন, এমন দাবীকে অসাড় আখ্যা দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর গুলির কোনো ঘটনা ঘটেনি। শুধু টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতিতে কলেজের শিক্ষকদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এর আগে পুলিশ, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর নিউমার্কেট এলাকা। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশুর খুলি ফ্রিজে: অবস্থা সংকটাপন্ন
  • ১৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে জ্ঞান হারিয়ে হাসপাতালে হলে…
  • ১৩ জানুয়ারি ২০২৬
‘মেয়েদের পাসের হার বাড়ছে কিন্তু জিপিএ–৫ কমছে’
  • ১৩ জানুয়ারি ২০২৬
এআই সার্চে ভুয়া স্বাস্থ্যতথ্য, যেসব ওভারভিউ সরাল গুগল
  • ১৩ জানুয়ারি ২০২৬
বেনাপোল কাস্টমসে ছয় মাসে প্রায় ১ হাজার ১৩ কোটি টাকার রাজস্ব…
  • ১৩ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে জাম…
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9