মোসাব্বির হত্যা: ৩ আসামি রিমান্ডে, একজনের দোষ স্বীকার

১২ জানুয়ারি ২০২৬, ০৭:০৪ PM , আপডেট: ১২ জানুয়ারি ২০২৬, ০৭:০৫ PM
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা © টিডিসি ফটো

রাজধানীর কারওয়ান বাজারের তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার মামলায় গ্রেপ্তার তিন আসামিকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এছাড়া মামলার অন্যতম আসামি শুটার জিন্নাত আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছেন। সোমবার (১২ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তিন আসামির রিমান্ডের আদেশ দেন। একই দিনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক আসামি জিন্নাতের জবানবন্দি রেকর্ড করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনের ইন্সপেক্টর মুহাম্মদ আমিনুল ইসলাম চার আসামিকে আদালতে হাজির করেন। জিন্নাত (২৪) স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন জানানো হয়। অন্যদিকে, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন ও অস্ত্র উদ্ধারের জন্য মামলার অন্য তিন আসামি— বিল্লাল, রিয়াজ (৩২) ও আব্দুল কাদিরকে (২৮) সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে ডিবি। আদালত শুনানি শেষে তাদের প্রত্যেকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “ভিডিও ফুটেজ দেখে বাকি যারা আছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।” 

শুনানিতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, মোসাব্বির বিগত সরকারের সময় ১৭ বছর ধরে রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। জেল থেকে বের হওয়ার কয়েক দিনের মাথায় তাকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়। এই হামলায় সুফিয়ান মাসুদ নামে আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পিপি আরও জানান, ঘটনার মূল শুটার রহিম এখনো পলাতক। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও অস্ত্র উদ্ধারসহ ষড়যন্ত্রের নেপথ্যে কারা আছে, তা জানতে রিমান্ডের প্রয়োজন। শুনানি চলাকালে আসামি রিয়াজ নিজেকে নির্দোষ দাবি করে আদালতে বলেন, আমি ওইদিন কাজে ছিলাম, ঘটনার কিছুই জানি না। আমাকে শুধু শুধু গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাত ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার গলিতে আজিজুর রহমান মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।এতে মোসাব্বির ও সুফিয়ান বেপারী মাসুদ গুলিবিদ্ধ হন। পরে মুমূর্ষু অবস্থায় পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। এ ঘটনায় গত শুক্রবার নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় ৫ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। পরে ডিবি পুলিশ ঢাকা, গাজীপুর ও মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করে।

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা, আদালতে আসামির দায় স্বীকার
  • ১৪ জানুয়ারি ২০২৬
কলেজ পর্যায়ে ভোলার ‘শ্রেষ্ঠ শিক্ষক’ মো. নিজাম উদ্দিন
  • ১৪ জানুয়ারি ২০২৬
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের অগ্নিকাণ্ড তদন্তে সাত সদস্যের কম…
  • ১৪ জানুয়ারি ২০২৬
ইরান সংকটে তেলের দাম বেড়েছে ১.৭%
  • ১৪ জানুয়ারি ২০২৬
বিদেশে সাইফুজ্জামানের ২৯৭টি বাড়ি ও ৩০টি অ্যাপার্টমেন্ট জব্দ…
  • ১৪ জানুয়ারি ২০২৬
প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজ ছাত্রের আত্মহত্যা
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9