কোটি টাকা জালিয়াতি, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মুমিন গ্রেপ্তার

  © সংগৃহীত

কোটি টাকার চাঞ্চল্যকর জালিয়াতি মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তরিকুল ইসলাম মুমিনকে ভোলা থেকে আটক করা হয়েছে। বুধবার রাতে ভোলা সদর থানা পুলিশের সহায়তায় ভোলার গাজীপুর রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ।

পরে সড়কপথে ঢাকায় নিয়ে যাওয়া হয় তাকে। গত কয়েক দিন ধরে ভোলা পুলিশের বক্তব্য না পাওয়ায় বিষয়টি নিয়ে নানা ধরণের আলোচনা ছড়ায় এলাকায়। এছাড়া তার পরিবারের পক্ষ থেকেও তাকে আটকের কথা স্বীকার করা হয়নি। তবে আজ ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন গণমাধ্যমে এর সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকায় একটি জালিয়াতির মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার কয়েকজন ব্যাবসায়ীর নিকট প্রকল্পের কাজের তদবিরের প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকা হাতিয়ে নেয় মুমিন।

এ ছাড়াও সরকারের বিশেষ ব্যাক্তির সাক্ষর জালিয়াতি করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ দেওয়ার নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা মুমিনসহ একটি চক্রের বিরুদ্ধে।

পরে টাকা নিয়ে উধাও হয়ে তিনি জন্মস্থান ভোলায় পলাতক হন। একপর্যায়ে তার অবস্থান নিশ্চিত হয়ে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘তাকে ধরতে তেজগাঁও থানা পুলিশের একটি টিম এসেছিল। আমাদের কাছে সহায়তা চাইলে ভোলা সদর থানা পুলিশ সহায়তা করে। তবে তাকে কি কারণে আটক করা হয়েছে সে বিষয়ে তেঁজগাও থানা পুলিশ ভালো বলতে পারবে।’

এ ব্যাপারে জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়কে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।


সর্বশেষ সংবাদ