ডিএনসি'র পৃথক অভিযানে

নতুন প্রজন্মের মাদক আধুনিক ‘কুশ’ ল্যাবের সন্ধান

০৮ জানুয়ারি ২০২৬, ০৭:৩৩ PM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:৩৯ PM
গ্রেপ্তারকৃত তিন ব্যক্তি

গ্রেপ্তারকৃত তিন ব্যক্তি © টিডিসি ফটো

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ভেজাল মদ উৎপাদনকারী চক্রর উচ্চ ক্ষমতাসম্পন্ন নতুন প্রজন্মের মাদক ‘কুশ’-এর একটি আধুনিক ল্যাবরেটরির সন্ধান মিলেছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা ও ওয়ারীতে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদক, উৎপাদন উপকরণ উদ্ধার এবং সংশ্লিষ্ট একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলো - রিপন হিউবার্ট গমেজ, আব্দুর রাজ্জাক, ডেনিস ডমিনিক পিরিছ, রাজু শেখ ও সুমেহরা তাসনিয়া ওরফে তাসিনা হাসান।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচালক (অপারেশন) বশির আহমেদ এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান। তিনি জানান, বুধবার (৭ জানুয়ারি) রাতভর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা ও ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

ডিএনসি সূত্র জানায়, দেশের বিভিন্ন এলাকায় ভেজাল মদ উৎপাদন ও অবৈধ সরবরাহ বৃদ্ধির প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ডিএনসির মহাপরিচালকের নির্দেশনায় গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। ভেজাল মদের গোপন কারখানায় গত ৭ জানুয়ারি ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভাড়াকৃত অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ডিএনসি একটি পূর্ণাঙ্গ ভেজাল মদের কারখানার সন্ধান পায়। আবাসিক ভবনের ভেতরেই একাধিক কক্ষ ব্যবহার করে ভেজাল মদ তৈরি, বোতলজাত ও সংরক্ষণ করা হচ্ছিল। দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের বোতলে ভেজাল মদ ভরে বাজারজাতের প্রস্তুতি চলছিল।

‎অভিযানে ৭৯ বোতল বিদেশি মদ, ১৬৬ ক্যান বিয়ার, ১৩২ লিটার ভেজাল মদের কেমিক্যালসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিনে পার্শ্ববর্তী জোয়ার সাহারা এলাকায় আরেকটি অভিযানে চক্রটির মজুদ ও সরবরাহ সংক্রান্ত আলামত উদ্ধারসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

বশির আহমেদ বলেন, চক্রটি অবৈধ পথে আনা বিদেশি মদের ওপর রাসায়নিক “টিউনিং” করে রং, গন্ধ ও মাত্রা পরিবর্তন করত। কোনো মাননিয়ন্ত্রণ বা স্বাস্থ্যবিধি ছাড়াই তৈরি এসব ভেজাল মদ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এতে তাৎক্ষণিক বিষক্রিয়া থেকে শুরু করে লিভার-কিডনি ক্ষতি এমনকি মৃত্যুঝুঁকিও তৈরি হতে পারে।

‎এছাড়াও ঢাকার ওয়ারী এলাকায় একটি আবাসিক ভবনে আধুনিক ‘কুশ’ (উন্নত জাতের মারিজুয়ানা) উৎপাদন ল্যাবের সন্ধান পায় ডিএনসি। এর আগে গাজীপুরের টঙ্গীতে একটি কুরিয়ার সার্ভিস থেকে বিদেশগামী পার্সেলে লুকানো ইয়াবা উদ্ধার হয়। তদন্তে ভুয়া পরিচয় ব্যবহারকারী এক নারীকে গ্রেপ্তার করা হলে তার জিজ্ঞাসাবাদে ওয়ারীর ল্যাবের তথ্য উঠে আসে।

‎পরবর্তী অভিযানে ওয়ারীর ওই বাসা থেকে কুশ গাছ, বীজ, সদ্য সংগ্রহ করা কুশ (২০ গ্রাম), ক্যানাবিনয়েড রেজিন, চাষের আধুনিক সরঞ্জাম, ইয়াবা ও বিভিন্ন বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসার তত্ত্বাবধায়কসহ মোট তিনজনকে আসামি করা হয়েছে। মূল পরিকল্পনাকারী মোঃ তৌসিফ হাসান (২২) বিদেশে অবস্থান করায় পলাতক রয়েছেন।

বশির আহমেদ আরও জানান, পলাতক আসামি বিদেশে বসেই ইন্টারনেট নির্ভর প্রযুক্তির মাধ্যমে ল্যাবের আলো, তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করতেন এবং দেশে থাকা সহযোগীদের নির্দেশনা দিতেন। তাকে দেশে ফিরিয়ে আনতে ও চক্রটির বিস্তার শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগ: মাদক
আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় চাকরি, আবেদন স্নাতক পাসেই
  • ১২ জানুয়ারি ২০২৬
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ফের আবেদনের সুযোগ
  • ১২ জানুয়ারি ২০২৬
ট্রেনের শেষ বগি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ৮০ আসনে ভর্তি নেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়, শর্ত…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইসরায়েল স্বীকৃত 'সোমালিল্যান্ডকে' প্রত্যাখান বাংলাদেশের
  • ১২ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে ১২৬ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9