শিক্ষার্থীদের বিপথগামী করা মাদক সিন্ডিকেট নির্মূলে শক্ত ভূমিকা অব্যাহত থাকবে: জাকসু জিএস

০৫ জানুয়ারি ২০২৬, ০৩:০২ AM
মাজহারুল ইসলাম

মাজহারুল ইসলাম © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেছেন, স্বপ্নবাজ শিক্ষার্থীদের বিপথগামী করার মাদক সিন্ডিকেট নির্মূলে শক্ত ভূমিকা অব্যাহত থাকবে। তিনি মনে করেন, গুটিকয়েক ঘটনা কখনোই বিশ্ববিদ্যালয়ের বড় অংশের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে না।

রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে মাজহারুল ইসলাম লেখেন, ‘আমরা বিশ্বাস করি, এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে আগের চেয়েও অধিক সোচ্চার। সেটিই এখানকার বাস্তবতা।’

তিনি আরও লেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিবাদের নগর। এখানে ধর্ষণকাণ্ড, র‍্যাগিং, জুলাইয়ের গুলিবর্ষণ কিংবা শিক্ষার্থীদের স্বার্থবিরোধী যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখে এসেছে শিক্ষার্থীরা।

মাজহারুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখে পরিবার, সমাজ ও দেশের জন্য ইতিবাচক অবদান রাখার পথে অন্যতম বড় প্রতিবন্ধকতা হলো মাদক। মাদকের সহজলভ্যতার কারণে অনেক সম্ভাবনাময় শিক্ষার্থী নিজেদের স্বকীয় সত্তা হারিয়ে ফেলছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণ শিক্ষার্থীদের বিপথগামী করতে ভয়াবহ মাদক সিন্ডিকেট গড়ে উঠেছে। এ সিন্ডিকেটে সামান্য মজুর থেকে শুরু করে এলিট শ্রেণির লোকজন পর্যন্ত জড়িত থাকে, যারা সমাজের শৃঙ্খলা ধ্বংস করে ক্রমে বেপরোয়া হয়ে ওঠে।

জাকসু জিএস বলেন, ‘মাদকের এই ভয়াল ছোবল থেকে বিশ্ববিদ্যালয়ের উদীয়মান শিক্ষার্থীদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। একইসঙ্গে মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে দেখতে চাই আরও শিক্ষার্থীবান্ধব ও নিরাপদ।’

সহপাঠীর ছুরিকাঘাতে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু
  • ০৮ জানুয়ারি ২০২৬
ঢাবিতে শেখ পরিবারের নামে থাকা ৫ স্থাপনার নাম পরিবর্তন হতে প…
  • ০৮ জানুয়ারি ২০২৬
দিল্লি ও আগরতলার পর এবার কলকাতায় বাংলাদেশের ভিসা সেবা স্থগিত
  • ০৮ জানুয়ারি ২০২৬
নতুন বছরে সুস্থ থাকতে বিজ্ঞানসম্মত ৫ অভ্যাসের কথা জানালেন চ…
  • ০৮ জানুয়ারি ২০২৬
সীমান্তে মানবপাচার চক্রের সদস্য আটক, উদ্ধার ১০
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসু নির্বাচনে শিবিরের জয়: অভিনন্দন জানালেন জামায়াত আমির 
  • ০৮ জানুয়ারি ২০২৬