চাঁদপুরে বাস চাপায় কলেজছাত্রী নিহত

০৭ জানুয়ারি ২০২৬, ০৮:১৬ PM , আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:১৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় আইদি এন্টারপ্রাইজের একটি বাসের চাপায় শাহতলী জিলানী চিশতী কলেজের এক মেধাবী শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম রাহেলা আক্তার শান্তা (১৭)। তিনি ওই কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন।

নিহত রাহেলা আক্তার শান্তা চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী মুন্সি বাড়ি এলাকার বাসিন্দা এবং মো. শামসুল হুদা মুন্সির সেঝো কন্যা। ঘটনাটি ঘটে বুধবার (৭ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টায়, চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুরগামী আইদি এন্টারপ্রাইজের একটি বাস (নম্বর: কুমিল্লা-ব-১১০৩৭৩) রাহেলা আক্তার শান্তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

আহতাবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে ঢাকায় নেওয়ার পথে যাত্রাবাড়ী এলাকায় বিকাল আনুমানিক ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মৃত্যুকালে রাহেলা আক্তার শান্তা তার বাবা-মা, তিন বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। 

তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত বাসটি আটকের চেষ্টা চলছে। বিষয়টি তদন্তে থানার এসআই আওলাদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার জানান, আইদি বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার ওসিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে নিহত শিক্ষার্থীর পিতা শামসুল হুদা মুন্সি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়ে সকালে ঘোষেরহাটে গেলে আইদি বাস তাকে চাপা দেয়। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। আমি এই ঘটনার সঠিক বিচার চাই। শাহতলী জিলানী চিশতী কলেজের আজীবন দাতা সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, রাহেলা আমাদের কলেজের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। আমরা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

এদিকে, রাহেলা আক্তার শান্তার মর্মান্তিক মৃত্যুতে শাহতলী জিলানী চিশতী কলেজ কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে। কলেজের আজীবন দাতা সদস্য সোহেল রুশদী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসানসহ শিক্ষকবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘোষেরহাট ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা দ্রুত ঘাতক বাস আটক ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগ: চাঁদপুর
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
মিরসরাইয়ে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে বিএনপির …
  • ১২ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতা হামিমকে দেখে খোঁজ নিলেন তারেক রহমান
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9