চাঁদপুরে তিন আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন

০৩ জানুয়ারি ২০২৬, ০৩:১৫ PM
চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়

চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় © টিডিসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শনিবার (৩ জানুয়ারি ২০২৬) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে চাঁদপুর জেলার তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কার্যক্রমে সভাপতিত্ব করেন চাঁদপুরের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার।

কচুয়া-১ সংসদীয় আসন
সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত যাচাই-বাছাই কার্যক্রমে কচুয়া-১ আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও ইসলামী ফ্রন্টের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়।

অন্যদিকে গণফোরাম, গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র সাময়িকভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে সংশ্লিষ্ট সকল প্রার্থীর আপিল করার সুযোগ রয়েছে বলে নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে। এদিকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, চাঁদপুর-৫ আসনের মধ্যে ৩টি আসনের যাচাই-বাছাই সবশেষ তথ্যানুযায়ী কচুয়া-১ আসনে ৩ জন, মতলব-২ আসনে ৭ জন এবং চাঁদপুর সদর-৩ আসনে ১ জন প্রার্থী বাতিলসহ মোট ১১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এরমধ্যে মতলব-২ আসনে শুক্কুর পাটোয়ারী নিজ থেকে প্রত্যাহার করেছেন বলে জানা গেছে। 

এ ছাড়া বাকি দুটি আসনের তথ্য বিকেলে যাচাই-বাছাই শেষে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা। 

চাঁদপুর-২ সংসদীয় আসন
দুপুর ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত যাচাই-বাছাই কার্যক্রমে চাঁদপুর-২ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বিএনপি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ, এলডিপি ও নাগরিক ঐক্য—এই পাঁচ দলের প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়।

অবৈধ ঘোষিত প্রার্থীরা ও কারণ
তানভীর হুদা — ১% স্বতন্ত্র স্বাক্ষর জটিলতা, ফয়জুন্নুর রাসেল — হলফনামায় স্বাক্ষর নেই, নাছিমা নাজনীন সরকার — যমুনা ব্যাংকে দায়-দেনা, ঋণ খেলাপি,
মানসুর আহমেদ — হলফনামায় স্বাক্ষর নেই,
রাশিদা আক্তার — হলফনামায় স্বাক্ষর নেই,
আবদুল মুবিন — হলফনামায় স্বাক্ষর নেই,
এ ছাড়া শুক্কুর পাটোয়ারী (বিএনপি স্বতন্ত্র) প্রার্থী হিসেবে তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।

চাঁদপুর-৩ সংসদীয় আসন
চাঁদপুর-৩ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে হলফনামায় স্বাক্ষর না থাকায় ১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় এবং বাকি ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। 

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী মো. সেলিম আকবর (গণফোরাম)। এদিকে বৈধ প্রার্থীরা হলেন শেখ ফরিদ আহম্মেদ (বিএনপি), এ এইচ এম আহসান উল্লাহ (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), নুরুল ইসলাম (জাকের পার্টি), মো. শাহজাহান মিয়া (বাংলাদেশ জামায়াতে ইসলামী), তোফায়েল আহমদ (খেলাফত মজলিস), মো. জয়নাল আবদিন শেখ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. জাকির হোসেন (গণধিকার পরিষদ), মো. জাহাঙ্গীর হোসেন (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি)।

ট্যাগ: চাঁদপুর
জকসু নির্বাচনে শিবিরের জয়: অভিনন্দন জানালেন জামায়াত আমির 
  • ০৮ জানুয়ারি ২০২৬
শক্তিশালী বোমা বিস্ফোরণে যুবকের মৃত্যুর ঘটনায় যা বলছে পুলিশ
  • ০৮ জানুয়ারি ২০২৬
ইসলামী ছাত্র শিবিরের পঞ্চম জয়: একটি ট্র্যাডিশনের জন্ম
  • ০৮ জানুয়ারি ২০২৬
আর্থিক সহযোগিতা চাইলেন আমজনতার তারেক
  • ০৮ জানুয়ারি ২০২৬
যুদ্ধবিমান কেনা নিয়ে বাংলাদেশ-পাকিস্তানের কী আলোচনা হয়েছে?
  • ০৮ জানুয়ারি ২০২৬
ভোরে শক্তিশালী বোমা বিস্ফোরণ, প্রাণ গেল একজনের
  • ০৮ জানুয়ারি ২০২৬