এনসিপি নেত্রী জান্নাত আরা রুমীর মরদেহ উদ্ধার

জান্নাতরা রুমী
জান্নাতরা রুমী  © সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় অবস্থিত জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তারা মরদেহ উদ্ধার করা হয়।

জান্নাত আরা রুমী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ (ধানমন্ডি থানা) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সে এলাকায় থাকাকালীন এনসিপির রাজনীতির সাথে জড়িত ছিলো। 

প্রাথমিকভাবে পুলিশ বলছে, রুমী আত্মহত্যা করেছে। পারিবারিকভাবে মানসিক চাপে থাকার কথা জানান পুলিশ।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!