আগারগাঁও সড়কে টায়ার জ্বালিয়ে ফোন ব্যবসায়ীদের বিক্ষোভ, দুইপাশে তীব্র যানজট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ PM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ PM
রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনের নিচের সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। রবিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার পর থেকে তারা সড়কটি অবরোধ করে রাখলে ওই অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের পদত্যাগ দাবি জানান।
সরেজমিনে দেখা যায়, প্রধান সড়ক বন্ধ থাকায় আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভ ভবনের সামনের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজট দেখা দিয়েছে শ্যামলী, শিশু মেলাসহ আগারগাঁওয়ের আশপাশের সড়কগুলোতেও।
শহীদুল ইসলাম নামে এক পথচারী ক্ষোভ প্রকাশ করে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘হঠাৎ সড়ক বন্ধ হয়ে যাওয়ায় আমরা ঘণ্টার পর ঘণ্টা আটকে আছি। জরুরি কাজে বের হয়েছি, কিন্তু এখন বুঝতে পারছি সময়মতো আর পৌঁছানো সম্ভব নয়। এমন আন্দোলনের কারণে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়।’
.jpg)
এদিকে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির (এমবিসিবি) সিনিয়র সহ-সভাপতি শামীম মোল্লা গণমাধ্যমকে বলেন, বিটিআরসি ও আইসিটি মন্ত্রণালয়ের আহ্বানে আন্দোলনকারীদের প্রতিনিধিরা বিটিআরসি ভবনে আলোচনায় বসেছেন। তবে ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত না হলে আলোচনায় সমাধান আসবে না বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে সকালে আমদানি শুল্ক কমানোসহ ছয় দফা দাবিতে মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীরা বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন। ভবনটি ঘিরে পুলিশ নিরাপত্তা বলয় তৈরি করে। পরে সাড়ে ১০টার দিকে তারা সড়কে নেমে অবস্থান নিলে শিশুমেলা থেকে আগারগাঁওগামী রাস্তার এক পাশের যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানান শেরেবাংলা নগর থানার পরিদর্শক মাসুদ রানা। অন্য পাশ দিয়ে সীমিত আকারে যান চলাচল স্বাভাবিক থাকে।
মোবাইল ব্যবসায়ীরা জানান, সিন্ডিকেট প্রথা বাতিল, এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার) সংস্কার এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করাসহ বিভিন্ন দাবিতে তারা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সব মোবাইল দোকান বন্ধ রাখার কর্মসূচি শুরু করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) এমবিসিবির পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
তাদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়িত হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন, একটি বিশেষ গোষ্ঠী সুবিধা পাবে এবং অতিরিক্ত করের কারণে গ্রাহক পর্যায়ে মোবাইলের দামও বেড়ে যাবে। এর আগেও গত রোববার (৩০ নভেম্বর) একই দাবিতে সারাদেশে দোকান বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা। এনইআইআর সংস্কারের দাবিতে ২৯ নভেম্বর রাতে এমবিসিবি এক বিজ্ঞপ্তিতে ওই কর্মসূচির ঘোষণা দেয়।