‘এভারকেয়ারের সামনে ছবি-সেলফি’, সংবাদের জেরে সাংবাদিককে হেনস্তা

০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ AM
বামে বিএনপি সমর্থক অভিযুক্ত রফিক ইসলাম

বামে বিএনপি সমর্থক অভিযুক্ত রফিক ইসলাম © সংগৃহীত

এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংবাদ কাভার করতে গিয়ে বিএনপির সমর্থকের কাছে হেনস্তার শিকার হয়েছেন এক সাংবাদিক। হেনস্তার শিকার ওই সাংবাদিক দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আবু সালেহ মুসা। হাসপাতালে দায়িত্ব পালনের সময় নিয়মিত সংবাদ সংগ্রহ করতে গেলে তাকে হেনস্তা করা হয়। 

জানা যায়, গত ১ ডিসেম্বর ‘এভারকেয়ারের সামনে ছবি ও সেলফি তোলার হিড়িক’ শিরোনামে আবু সালেহ মুসার প্রকাশিত প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর জের ধরে পরদিন হাসপাতালের সামনে দায়িত্ব পালনকালে বিএনপির সমর্থক পরিচয় দেওয়া মো. রফিক ইসলাম সশরীরে গিয়ে ওই সাংবাদিককে হেনস্তা করেন।

ঘটনার সময় রফিক ইসলাম সীমা অতিক্রম করে নিজে লাইভ চালু করেন। লাইভে তিনি সাংবাদিককে অপমানজনকভাবে জিজ্ঞাসাবাদ করেন এবং আশপাশে দায়িত্ব পালনকারী অন্যান্য সাংবাদিকদেরও পরিচয় জানতে থাকেন।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত রফিক ইসলামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার পশ্চিম পোল মোগরা এলাকায়। স্থানীয়ভাবে তিনি বিএনপি সমর্থক হিসেবে পরিচিত হলেও দলের কোনো আনুষ্ঠানিক পদে নেই। দলীয় পরিচয় ব্যবহার করেই তিনি সাংবাদিককে হেনস্তা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার প্রতিবাদে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ) তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম বলেন, ‘সাংবাদিক হেনস্তার এই ঘটনা গভীরভাবে উদ্বেগজনক। বিএনপির উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা।’

এমআরএ সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বলেন, ‘একজন সাংবাদিকের ওপর হামলা মানেই পুরো গণমাধ্যমের ওপর হামলা। অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

সংগঠনটির দাবি, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে পেশাগত দায়িত্বপালন ব্যাহত হবে। তাই ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বিএনপির পক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার প্রত্যাশা জানানো হয়েছে। এছাড়াও বিভিন্ন সাংবাদিক সংগঠনও ঘটনাটির নিন্দা জানিয়ে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার এবং হেনস্তাকারীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

পাবনায় সুচিত্রা সেনের প্রয়াণদিবস ও কবি বন্দে আলী মিয়ার জন্ম…
  • ১৭ জানুয়ারি ২০২৬
জাবি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুর…
  • ১৭ জানুয়ারি ২০২৬
হাসনাতের আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত বোরো বীজতলা, দিশেহারা চা…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ইরানকে যে কারণে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প
  • ১৭ জানুয়ারি ২০২৬
গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9