আমাকে সারাজীবনের জন্য মনোনয়ন না দিলেও বিএনপির পক্ষে লড়ব: ইশরাক

বিএনপি নেতা ইশরাক
বিএনপি নেতা ইশরাক  © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, যদি দল আমাকে সারাজীবনের জন্য আর কোনো মনোনয়ন না দেওয়ার ঘোষণা দেয়, তবুও আমি বিএনপি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের পক্ষে লড়ে যাব। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন। 

দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য ইশরাক হোসেনের ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো:
৩০০ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একাধিক— থেকে পাঁচ-সাত জন পর্যন্ত— সমান যোগ্য, ত্যাগী, নির্যাতিত এবং জনমানুষের নেতা হওয়ার মতো প্রার্থী আছেন। ঢাকা মহানগরকে উদাহরণ হিসেবে ধরলে, আমার দৃষ্টিতে এখানে একটি all-star winning team গঠিত হয়েছে, যা আমার আত্মবিশ্বাস আরও বৃদ্ধি করেছে। আবার পাশাপাশি এমন অনেকেই আছেন, যাদের জন্য আমি ব্যক্তিগতভাবে কষ্ট পাচ্ছি— যাদের অবদান আমার চেয়েও অনেক বেশি।

৭ কোটি মানুষ নিয়ে শুরু হওয়া দেশ এখন সাড়ে বারো কোটি ভোটার নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু ৩০০ আসন তো বাড়েনি— এবং বাড়ানোও সম্ভব নয়।
আমি বিশ্বাস করি, বৃহত্তর জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই প্রার্থী তালিকা তৈরি হয়েছে।

রাজনীতির বহু ঊর্ধ্বে উঠে থাকা বেগম খালেদা জিয়া নিজেও তিনটি আসনে প্রার্থী। তিনি নেতৃত্বগুণে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান নির্বাহী, তিন বাহিনীসহ সব গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বে এক অনন্য মর্যাদায় অধিষ্ঠিত— এটা আপামর জনগণ বিশ্বাস করে এবং আমরা তার প্রতিফলনও দেখতে পাচ্ছি। তারপরও দল নিঃসন্দেহে জাতীয় স্বার্থ রক্ষাকে সামনে রেখে এই তালিকা প্রস্তুত করেছে।

আমি বেগম খালেদা জিয়ার অনুসারী। আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকা এবং আমাদের নেতা তারেক রহমানের পথ অনুসরণ করেই সময়ের সাথে সাহসী নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি এই অনুগত অবস্থান তৈরি হয়েছে। সেই জায়গা থেকে সব প্রার্থী ও মনোনয়নপ্রত্যাশীদের প্রতি বিনীত আহ্বান— দেশ ও জাতিকে রক্ষা করে এগিয়ে নিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আজ এই মুহূর্তে যদি দল মনে করে আমার প্রার্থীতা পরিবর্তন করা প্রয়োজন, আমি একবাক্যে ঘোষিত প্রার্থীর পক্ষে নেমে যাব।

আমি আমার নেতৃত্বের ওপর অগাধ বিশ্বাস রাখি— বাংলাদেশ রাষ্ট্র রক্ষায় এর বিকল্প নেই। তাই যদি দল আমাকে সারাজীবনের জন্য আর কোনো মনোনয়ন না দেওয়ার ঘোষণা দেয়, তবুও আমি বিএনপি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের পক্ষে লড়ে যাব এবং দেশ গড়ে তুলবো, ইনশাআল্লাহ।


সর্বশেষ সংবাদ