পছন্দের প্রার্থী মনোনয়ন পাওয়ার আনন্দে স্ট্রোক করে বিএনপি নেতার মৃত্যু

বিএনপি নেতা ফরিদুল আলম ফরিদ
বিএনপি নেতা ফরিদুল আলম ফরিদ  © টিডিসি

কক্সবাজারের মহেশখালীতে এমপি প্রার্থীকে হিসেবে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ার ঘোষণার খবর শুনে উচ্ছ্বাসে লাফিয়ে ওঠেন এক স্থানীয় নেতা। ঠিক সেই মুহূর্তেই স্ট্রোক করে মৃত্যু হয় তার। মৃত্যুবরণকারী এ নেতার নাম ফরিদুল আলম ফরিদ। তিনি মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন বিএনপির একাংশের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি গ্রামে ঘটনাটি ঘটে। বিএনপির এ নেতা ওই গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে এবং কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।

আরও পড়ুন: আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষক নেতা মাসুদকে নোয়াখালী থেকে লক্ষ্মীপুর বদলি

স্থানীয়রা জানান, কক্সবাজার–২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের নাম ঘোষণা হওয়ার খবরটি দলীয় নেতাকর্মীরা সন্ধ্যার পর ফরিদকে জানায়। বাড়িতে বিশ্রামে থাকা ফরিদ খবরটি শুনেই উন্মাদনার মতো উঠে দাঁড়ান, চিৎকার করেন এবং আনন্দে লাফিয়ে ওঠেন। এর কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। তৎক্ষণাৎ তাকে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি স্ট্রোক করে মারা গেছেন।

স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্যমতে, ফরিদ ছিলেন দলের প্রতি অত্যন্ত নিবেদিত একজন কর্মী। ইউনিয়ন বিএনপির নানা কর্মসূচিতে তার সক্রিয় ভূমিকা ছিল। বিশেষ করে আলমগীর ফরিদের মনোনয়ন নিয়ে তিনি অত্যন্ত উৎসাহী ছিলেন। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ সংবাদ