মির্জা ফখরুলকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

১৭ নভেম্বর ২০২৫, ১০:২২ AM , আপডেট: ১৭ নভেম্বর ২০২৫, ১০:৪১ AM
আকমল হোসেন চৌধুরী ও বিজ্ঞপ্তি

আকমল হোসেন চৌধুরী ও বিজ্ঞপ্তি © টিডিসি সম্পাদিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ার অভিযোগে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ও শিষ্টাচার ভঙ্গের অভিযোগে রবিবার (১৬ নভেম্বর) রাতেই জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি তার কাছে পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৬ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী–১ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভে অংশ নেন আকমল হোসেন ও তার সমর্থকরা। সেখানে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ স্লোগান দেন। ঘটনাটির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা জেলা বিএনপির নজরে আসে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একজন দায়িত্বশীল পৌর নেতা হয়ে এ ধরনের অশোভন স্লোগান দেওয়ার মাধ্যমে আকমল হোসেন দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন এবং চরমভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, দলের মহাসচিবকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আকমল হোসেনকে শোকজ করা হয়েছে। তার জবাবের ওপরই পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে।

উল্লেখ্য, গতকাল রবিবার বিকেলে রাজবাড়ী–১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে গোয়ালন্দ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন আসলাম গ্রুপের নেতাকর্মীরা। সেখানেই আকমল হোসেন কুরুচিপূর্ণ স্লোগান দিলে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নোবিপ্রবির পাঁচ শিক্ষার্থী …
  • ১৬ জানুয়ারি ২০২৬
জোটের মঞ্চে উপস্থিত এনসিপি নেত্রী— ‘গালিগালাজে আমি দমে যাবা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
প্রার্থীতা ফিরে পেয়েছেন বিএনপির মুন্নি
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘এই সিদ্ধান্ত কার জন্য কতটুকু কল্যাণকর, সেটা সময় বলে দিবে’
  • ১৬ জানুয়ারি ২০২৬
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে, নিহত ২
  • ১৬ জানুয়ারি ২০২৬
সাবেক এমপি, মুক্তিযোদ্ধা হাজেরা সুলতানার প্রয়াণ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9