শাখা ছাত্রদল আহ্বায়কের নেতৃত্বে সদস্যের ওপর হামলার অভিযোগ

০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ AM , আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ AM
হামলায় অভিযুক্ত (মেহেদী) ও আহত টঙ্গী কলেজ শাখা ছাত্রদল নেতা (জুয়েল)

হামলায় অভিযুক্ত (মেহেদী) ও আহত টঙ্গী কলেজ শাখা ছাত্রদল নেতা (জুয়েল) © টিডিসি সম্পাদিত

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার ৪৭নং ওয়ার্ডের মরকুন তিস্তা গেইট এলাকায় মো. জুয়েল (২৭) নামে টঙ্গী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক সদস্যের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠেছে আহ্বায়ক মেহেদী হাসান আরিফের বিরুদ্ধে ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। পরে জীবননাশের আশঙ্কায় তিনি টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার তিন যুবক— মো. মেহেদী হাসান আরিফ (২৮), মো. হিমেল (২০) ও মো. আরিফ (২৬) পূর্ব পরিকল্পিতভাবে জুয়েলকে মরকুন তিস্তা গেইট এলাকায় কথা বলার নাম করে ডেকে নেয়। ঘটনাস্থলে পৌঁছানোর পর সামান্য বিষয় নিয়ে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তিনজন একত্র হয়ে তাকে অকথ্য গালিগালাজ করতে থাকে এবং ধারালো দেশীয় অস্ত্র ও পিস্তল দেখিয়ে এলোপাথাড়ি মারধর চালায়। এতে জুয়েলের শরীরের বিভিন্ন স্থানে নিলা–ফোলা ও রক্তাক্ত জখমের সৃষ্টি হয়। হামলার পুরো ঘটনাটি আশপাশের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, অভিযুক্ত মেহেদী হাসান আরিফ টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। অপরদিকে অভিযুক্ত হিমেলও টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য

গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় জুয়েলকে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা সুযোগ পেলে পুনরায় হত্যাচেষ্টা চালাবে বলেও হুমকি দিয়েছে।

অভিযোগ নাকচ করে টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান আরিফ বলেন, ঘটনাস্থলে আমি ছিলাম, তবে আমাকে জড়ানো হচ্ছে। বিষয়টি আমার সঙ্গে সম্পর্কিত নয়। কলেজের আহ্বায়ক সদস্য হিমেলের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়, একপর্যায়ে হাতাহাতি হয়। অভিযোগকারী নেশাগ্রস্ত এবং মাদক কারবারি।

গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, ঘটনাটি সাংগঠনিকভাবে খতিয়ে দেখা হচ্ছে।

টঙ্গী পূর্ব থানার ওসি ওহিদুজ্জামান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিইউপির এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভোটকেন্দ্র প্রস্তুতিতে ৯৪৭ শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে ৬ কোটি…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন …
  • ১৭ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি, দ্বিতীয় ঢাকা
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঢাকার আবহাওয়া কেমন থাকবে আজ
  • ১৭ জানুয়ারি ২০২৬
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9