খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবিতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের প্রার্থনা

০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ AM
জাবিতে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা

জাবিতে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা © টিডিসি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একটি বিশেষ প্রার্থনাসভা ও প্রসাদ বিতরণের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে একটি বিশেষ প্রার্থনাসভা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। প্রার্থনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি কনক দাস বলেন, আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করেছি। আমরা বেদ ও শ্রীমদভগবদগীতা পাঠ করেছি। তিনি দ্রুত সুস্থতায় আমাদের মাঝে ফিরে আসুক।

শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক চঞ্চল কুমার দাস বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়ার জীবনজুড়ে সংগ্রাম, হারানো আর হার না মানার গল্প। তিনি বাংলাদেশের সকল ধর্মের, সকল মানুষের নেত্রী। এই রাষ্ট্রের এখনও অনেক কিছু পাওয়ার আছে তাঁর কাছে। ধর্ম-বর্ণ দলমত নির্বিশেষে সবাই তাঁর কাছে নিরাপদ। তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এই আশা করছি সকলে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাধে শ্যাম বিশ্বাস (রাজেশ) বলেন, আজ আমরা প্রার্থনা করছি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্যের জন্য। দেশ ও গণতন্ত্রের পথে তাঁর আপোসহীন সংগ্রাম আমাদের অনুপ্রেরণার উৎস। সংকটে-সংগ্রামে তিনি যে দৃঢ়তা দেখিয়েছেন, তা ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। দেশের এই ক্রান্তিলগ্নে সৃষ্টিকর্তা যেন তাঁকে পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু  করেন।

উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, কোনো রকম ব্যত্যয় ছাড়া একজন মানুষ সবার আগে বাংলাদেশ বলার সাথে কিন্ত তাঁর আচরণের সম্পর্ক আছে। শুধু গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সংকটকাল থেকে উত্তরণের জন্যই নয় বরং আমরা যে স্বাধীনতা-সার্বভৌমত্ব অর্জন করেছে সেটা রক্ষার জন্য তাঁর অবিভাকত্ব আরো প্রয়োজন আছে । আমরা দোয়া করি প্রভু তাঁর মহান প্রভুত্বের ক্ষমতাবলে তাকে আমাদের মাঝে রাখবেন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন, শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক দেবব্রত পাল, অফিসার সমিতির সভাপতি আব্দুর রহমান, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী প্রমূখ।

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ
  • ১৬ জানুয়ারি ২০২৬
এবার সংবাদ সম্মেলনের ঘোষণা দিল ইসলামী আন্দোলন
  • ১৬ জানুয়ারি ২০২৬
আলোচনা করতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
  • ১৫ জানুয়ারি ২০২৬
জোটে যেসব আসন পেল এনসিপি
  • ১৫ জানুয়ারি ২০২৬
যেসব আসনে প্রার্থী দিল জামায়াত
  • ১৫ জানুয়ারি ২০২৬
‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটে ইসলামী আন্দোলনের জন্য কয়টি আসন থাক…
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9