আটক শিকারি © টিডিসি ফটো
মোংলায় হরিণ শিকার ও মাংস পাচারের অভিযোগে এক শিকারিকে আটক করেছে পুলিশ ও কোস্টগার্ড। ওই শিকারির নাম আকতার বিশ্বাস (৪০)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে উপজেলার কানাইনগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক শিকারির কাছ থেকে ৩২ কেজি হরিণের মাংস, দুইটি মাথা, আটটি পা এবং প্রায় দুই হাজার মিটার শিকারের ফাঁদপাতা জাল উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন, মোংলার মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম–উল–হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হরিণের মাংস, মাথা, পা এবং ফাঁদ উদ্ধার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাংস ও সরঞ্জামসহ আটক ব্যক্তিকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় কোস্টগার্ডের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।