হরিণ শাবক © টিডিসি
ভোলার মনপুরা উপজেলায় ধানক্ষেত থেকে একটি হরিণ শাবক উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমবাজার সংলগ্ন এলাকায় ধানক্ষেতে আটকা পড়ে থাকা শাবকটিকে উদ্ধার করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, কুকুরের তাড়া খেয়ে শাবকটি সংরক্ষিত বনাঞ্চল থেকে লোকালয়ে চলে আসে এবং ধানক্ষেতে পড়ে থাকা পরিত্যক্ত জালের সঙ্গে আটকে যায়। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে মনপুরা বনবিভাগকে খবর দেন। খবর পেয়ে পঁচা কোড়ালিয়া বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাবকটিকে উদ্ধার করেন।
পরে সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধারকৃত আনুমানিক তিন মাস বয়সী হরিণ শাবকটিকে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চর পাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।
মনপুরা রেঞ্জ কর্মকর্তা মো. রাসেদুল ইসলাম বলেন, শাবকটি বর্তমানে সুস্থ আছে। তাকে নিরাপদে বনে অবমুক্ত করা হয়েছে। বন বিভাগ থেকে নজরদারি রাখা হবে যাতে কোনো মানুষ বা বন্যপ্রাণীর আক্রমণে শাবকটির ক্ষতি না হয়।