শেরপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

২৮ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ PM
নিহতের বাড়িতে পুলিশ ও স্থানীয় লোকজন

নিহতের বাড়িতে পুলিশ ও স্থানীয় লোকজন © টিডিসি

শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কান্দাশেরী গ্রামে স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহত একাব্বর মিয়া (২৮) ওই এলাকার মৃত হায়দার আলীর দ্বিতীয় স্ত্রীর সন্তান। আর ঘাতক ছোট ভাই ফারুক মিয়া একই বাবার তৃতীয় স্ত্রী মুসেদার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফারুক মিয়া তার স্ত্রী মাকসুদা বেগমের সঙ্গে বড় ভাই একাব্বর মিয়ার পরকীয়া সম্পর্ক আছে—এমন সন্দেহ করতেন। এ নিয়ে প্রায়ই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হতো। মঙ্গলবার সকালেও এ নিয়ে স্ত্রীর সঙ্গে তর্কবিতর্কের পর ক্ষিপ্ত হয়ে ফারুক ঘরের ভেতরে বড় ভাই একাব্বরের ওপর ধারালো রামদা দিয়ে একাধিক কোপ দেন।

রক্তাক্ত অবস্থায় একাব্বরকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

অভিযুক্ত ফারুকের স্ত্রী মাকসুদা বেগম বলেন, ‘আমার সঙ্গে কোনো পরকীয়া সম্পর্কের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। ফারুক নেশার ঘোরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।’

শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রমা বলেন, ‘একাব্বরকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষতচিহ্ন ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। দ্রুত উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, ‘এটি পারিবারিক দ্বন্দ্ব থেকে উদ্ভূত ভাইয়ে ভাই খুনের ঘটনা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি। তবে আইনগত প্রক্রিয়া চলছে।’

বছরের শেষ দিনে কমল সোনার দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
রিজার্ভ ছাড়াল ৩৩ বিলিয়ন ডলার
  • ০১ জানুয়ারি ২০২৬
কমল জ্বালানি তেলের দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
  • ০১ জানুয়ারি ২০২৬
‘দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬