ফেসবুকে ঢুকেই এমন নিউজ দেখে মন খারাপ হয়ে গেল: সাদিয়া আয়মান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৪:১৬ PM
রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে একজনের মৃত্যুর ঘটনায় ফেসবুকে পোস্ট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কারও জন্যই কাম্য নয় বলে উল্লেখ করেছেন তিনি। রবিবার (২৬ অক্টোবর) দুর্ঘটনার পর তিনি এ পোস্ট দেন।
সাদিয়া আয়মান লিখেছেন, ‘ফেসবুকে ঢুকেই এমন একটা নিউজ দেখে মনটা খারাপ হয়ে গেল। সত্যিই, জীবনের ইতি কখন, কোথায় ঘটে যাবে কেউ জানে না। তবে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কারো জন্যই কাম্য নয়। আল্লাহ আমাদের সবাইকে তাঁর হেফাজতে রাখুন। আমিন।’
এদিকে নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেছেন, তার পরিবারে কর্মক্ষম কেউ থাকলে তাকে চাকরির ব্যবস্থা করা হবে মেট্রোরেলে।
রবিবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরও বলেন, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহবায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। দুই সপ্তাহের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দেবে।
আরও পড়ুন: আড়াই ঘণ্টা পর উত্তরা-আগারগাঁও পথে মেট্রো চলাচল শুরু, বন্ধ থাকছে বাকিটা
ফার্মগেট স্টেশন এলাকায় নিহত যুবকের পরিচয়ও পাওয়া গেছে। ররিবার পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে ঘটনাস্থলেই নিহত যুবকের নাম আবুল কালাম। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের এসি মো. আক্কাস আলী।
তার কাছ থেকে পাওয়া পাসপোর্টের তথ্য অনুযায়ী, শরিয়তপুরের নড়িয়ার ইশ্বরকাঠি এলাকার বাসিন্দা তিনি। দুর্ঘটনায় তার মৃত্যুর কারণে মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে আগারগাঁও-উত্তরা অংশে চলাচল শুরুর কথা জানানো হয়। তবে বন্ধ থাকবে মতিঝিল অংশের চলাচল।