ছাগলে ঘাস খাওয়ার জেরে শাহ-আলম হত্যা; ৬মাস পরে প্রধান আসামি গ্রেপ্তার

প্রধান আসামি গোবিন্দ ঘরামি
প্রধান আসামি গোবিন্দ ঘরামি  © সংগৃহীত ছবি

পটুয়াখালীর বাউফলে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে শাহ-আলম হত্যার ঘটনায় প্রধান আসামি গোবিন্দ ঘরামিকে গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ। বুধবার (১ অক্টোবর) গাজীপুরের বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন বাউফল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ খলিফা।

মামলার তদন্ত অফিসার এসআই মাসুদ খলিফা জানান, চলতি বছরের ২৩ মার্চ উপজেলার কায়না গ্রামের নিহত শাহ-আলমের ছাগল একই এলাকার গোবিন্দ ঘরামির জমির ঘাষ খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের দুই পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায়।

এতে গুরুতর আহত হন শাহ-আলম। পরে চিকিৎসাধীন অবস্থায় প্রায় ১ মাস পরে নিহত হন ভুক্তভোগী শাহ-আলম। ঘটনার পর বাউফল থানার হামলার মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়। মামলার আসামিরা দীর্ঘদিন পলাতক অবস্থায় ছিলেন।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, তথ্য প্রযুক্তির সহয়তায় হত্যা মামলার প্রধান আসামি গোবিন্দ ঘরামির অবস্থান নিশ্চিত হয়ে বাউফল থানা পুলিশ গাজীপুর বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে৷ আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।


সর্বশেষ সংবাদ