গ্রেপ্তার চারজন © সংগৃহীত
রাজধানীতে নিষিদ্ধ-ঘোষিত কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার কার্যক্রম পরিচালিত হয়।
ডিবি সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে যুক্ত ছিল বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এস এম জালাল (৫১), ঢাকা দক্ষিণ ৩৩ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শিবলু (৪৮), কুমিল্লা জেলা আওয়ামী লীগের ১৩ নম্বর কার্যনির্বাহী সদস্য আফজালুন নেছা হাসান বাসেত (৪৫), কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ওরফে লিটন (৫০), নিষিদ্ধ-ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জসীমউদ্দিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান (২৫), ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহাবুবুর রহমান হিরন, ৭ আওয়ামী লীগের সাবেক ৬৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দীন ভূঁইয়া ও ৮ নিষিদ্ধ-ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. মিজানুর রহমান (৫২)।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এস এম জালালকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ জোনাল টিম। রাত সাড়ে ৮টার দিকে মো. শিবলুকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। রাত সাড়ে ১০টার দিকে সেগুনবাগিচা এলাকা থেকে আফজালুন নেছা হাসান বাসেতকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারীর একটি আভিযানিক দল।
আরও পড়ুন: নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে গণঅভ্যুত্থান অনিবার্য ছিল : মাহফুজ আলম
ডিবি সূত্রে আরও জানা যায়, মধ্যরাতে ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে মো. জসিম উদ্দিন ওরফে লিটনকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ জোনাল টিম। রাত সোয়া ১২টার ঢাবির জসীমউদ্দিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি সাইবার সাউথ ডিভিশনের একটি টিম।
এ ছাড়া রাত সাড়ে ১২টার দিকে ডিবি মিরপুর বিভাগ মাহাবুবুর রহমান হিরনকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে গ্রেপ্তার করে। রাত পৌনে ১টার দিকে মাতুয়াইল এলাকা থেকে সামসুদ্দীন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাত ১০টায় গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. মিজানুর রহমানকে উত্তরা ১১ নম্বর সেক্টর ১৭ নম্বর রোড থেকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিনষ্টের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট কারণে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।