ইমরুল কায়েস © সংগৃহীত
বর্তমানে আর বিদেশের দিকে তাকিয়ে থাকতে হয় না, দেশে বসেই বিশ্বের নামিদামি কোম্পানির ক্রিকেট ব্যাট কেনা যাচ্ছে। একসময় কেবল আমদানির মাধ্যমে এসব ব্যাট সহজলভ্য ছিল। তবে তখনই পরিস্থিতির বদল হয়েছে, যখন বাংলাদেশেই নিজস্ব ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। দেশীয় উদ্যোগে বিশ্বমানের ব্যাট তৈরি হচ্ছে।
এই উদ্যোগের অগ্রদূত এমকেএসের অন্যতম কর্ণধার ইমরুল কায়েস। দেশীয় শিল্পের বিকাশে আমদানিনির্ভরতা কমানোর ওপর গুরুত্বারোপ করে ইমপোর্টারদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, ভিনদেশি ব্যাট আমদানি না করে দেশেই যেন আন্তর্জাতিক মানের ব্যাট প্রস্তুত করা হয়। তার মতে, এতে যেমন দেশীয় শিল্প শক্তিশালী হবে, তেমনি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে।
বুধবার (২৮ জানুয়ারি) এমকেএসের এক অনুষ্ঠানে ইমরুল বলেন, ‘আমার দিক থেকে বলব, এটা ব্যক্তিগত ব্যাপার। বাংলাদেশি নাগরিক হিসেবে আমরা অনেক কথা বলি- দেশকে ভালোবাসি, দেশের টাকা দেশে রাখি। আমার মনে হয়, আমরা কাজে এটা করি না।’
শুধু কথায় নয়, কাজে দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানিয়ে ইমরুল বলেন, ‘পেশাদারিত্ব চলে এলে দেশপ্রেম হেরে যায়। কেউ যদি মনে করে দেশের ব্র্যান্ডকে প্রমোট করবে, করতে পারে। অথবা নিজে ব্র্যান্ড তৈরি করতে পারে, যেটা বাংলাদেশেই হবে। বাইরে থেকে ব্র্যান্ড এনে বাইরের দেশে মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে যাওয়া, এটা অবশ্যই দেশপ্রেম দেখায় না।’
তিনি যোগ করেন, ‘দেশপ্রেম মুখে না বলে ভেতর থেকে আসা জরুরি। কেউ যদি মনে করে, বাংলাদেশি ব্র্যান্ড তৈরি করবে, মোস্ট ওয়েলকাম। বাইরের ব্র্যান্ড প্রমোট করার চেয়ে এটা বেশি ভালো।’