পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল, দুশ্চিন্তায় ছাত্রীর আত্মহত্যা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১০:২৩ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১০:২৫ AM
ভোলার তজুমদ্দিনে চলমান এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান প্রথম পত্রের খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখার পর গভীর মানসিক চাপে পড়ে তনু চন্দ্র দাস (১৮) নামে এক পরীক্ষার্থী কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত তনু তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের শায়েস্তাকান্দি গ্রামের শিক্ষক বিতিস চন্দ্র দাস ও গৃহিণী উজ্জলা রাণী দাসের একমাত্র মেয়ে। তিনি তজুমদ্দিন মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন এবং এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
তনুর মা উজ্জলা রাণী জানান, সোমবার ছিল জীববিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা। পরীক্ষা শেষে বাসায় ফিরেই তনু অস্থির হয়ে পড়ে এবং বারবার বলে, ‘আমি আর পাস করব না’ কারণ পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লিখেছে। তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও রাতে আচমকা চিৎকার শুনে রুমে গিয়ে দেখা যায়, পানের বরজের জন্য রাখা কীটনাশক পান করেছে। দ্রুত তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে তাকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই সে মারা যায়।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জুনায়েদ হোসেন জানান, তরুণীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, কীটনাশক পানে তার মৃত্যু হয়েছে।