একজনের ভালোবাসার হতাশা, অন্যজনের দারিদ্র্যের হাহাকার— একইদিনে তরুণী ও বৃদ্ধের আত্মহত্যা

এক দিনে দুইজনের আত্মহত্যা
এক দিনে দুইজনের আত্মহত্যা  © সংগৃহীত

যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নে একদিনে দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। পৃথক দুটি ঘটনায় আত্মহত্যা করেছেন এক তরুণী ও এক বৃদ্ধ। মঙ্গলবার (২০ মে) সকাল ও দুপুরের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনাগুলোতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দৌলতপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে পায়েল আক্তার (১৮) এদিন সকালে নিজ ঘরের সিলিং ফ্যানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকাল সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক পায়েলকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা, প্রেমঘটিত কারণে পারিবারিক কলহ চলছিল পায়েলের। সেই কারণে মানসিকভাবে ভেঙে পড়ে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে জানিয়েন স্থানীয়রা। 

আরও পড়ুন: সারা দেশে সরকারি প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি আজ

একই ইউনিয়নের বল্লভপুর গ্রামে সকাল ১০টা ৪০ মিনিটে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বদর উদ্দিন (৭০)। পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। দরিদ্রতার কারণে চিকিৎসা না পাওয়ায় মানসিকভাবে হতাশ ছিলেন তিনি। একপর্যায়ে বাড়ির পাশের বাঁশবাগানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয়রা জানান, বদর উদ্দিন এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পরিবারের সদস্যরা সচেতন থাকায় তখন তাকে বাঁচানো সম্ভব হয়েছিল। তবে এবার আর তা সম্ভব হয়নি।

দুটি ঘটনাতেই চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, উভয় ঘটনার প্রাথমিক তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ