স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার, আদালতে শরীরে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যাচেষ্টা

২৫ মে ২০২৫, ০৭:৩৮ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ১১:৪৯ AM
ঝালকাঠি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

ঝালকাঠি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত © সংগৃহীত

ঝালকাঠিতে আদালতে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন নুসরাত জাহান নামে এক গৃহবধূ। রবিবার (২৫ মে) দুপুরে ঝালকাঠি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।  ঘটনার পর ওই গৃহবধূকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ১৭ মার্চ নিজের স্বামী আল-আমিন হাওলাদারের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধরের অভিযোগে নলছিটি থানায় একটি মামলা করেন নুসরাত জাহান। মামলায় তার স্বামীকে জেলহাজতে পাঠানো হয়। রবিবার দুপুরে জামিন শুনানির দিন ধার্য ছিল। শুনানিতে নুসরাত জাহানকে স্ত্রী হিসেবে অস্বীকৃতি জানান আল আমিন। এতে রাগ ও অভিমানে আদালতের কাঠগড়ায় তার স্বামীর সামনেই নিজের গায়ে কেরোসিন ঢালেন। এসময় দ্রুত পুলিশ তাকে উদ্ধার করে। 

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হোসেন আকন খোকন জানান, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়া গ্রামের বাসিন্দা নুসরাত জাহান চলতি বছরের ১৭ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী আল আমিন হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামি জেল হাজতে রয়েছেন।

তিনি আরও জানান, মামলার কারণে স্বামী আল আমিন স্ত্রীকে মেনে নিতে অস্বীকৃতি জানান। এতে নুসরাত মানসিকভাবে ভেঙে পড়েন। এ অবস্থায় স্বামীর জামিন শুনানিতে আদালতে একসঙ্গে উপস্থিত হওয়ায় মানসিক চাপে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে ধারণা করা হচ্ছে। 

জামাইয়ের গাড়ির চাপায় প্রাণ গেল শ্বশুরের
  • ০৩ জানুয়ারি ২০২৬
ডিসেম্বর মাসে ১ লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন করেছে এনবিআর
  • ০৩ জানুয়ারি ২০২৬
ঢাকায় ৭ বছরের রেকর্ড ভাঙতে পারে শীতের তীব্রতা
  • ০৩ জানুয়ারি ২০২৬
বাংলাদেশে শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা কবে-কোথায়, কত ছিল?
  • ০৩ জানুয়ারি ২০২৬
জামায়াতের কেন্দ্রীয় নেতার মনোনয়ন বাতিলের পর সরকারি কর্মকর্ত…
  • ০৩ জানুয়ারি ২০২৬
মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল হলো যে কারণে
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!