শার্শায় বিএনপি কর্মী লিটন হত্যা মামলায় রাজধানী থেকে চারজন গ্রেপ্তার
- বেনাপোল (যশোর) প্রতিনিধি
- প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৯:১৬ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ১২:৪২ PM

যশোরের শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামে বিএনপি কর্মী লিটন হোসেন হত্যা মামলায় রাজধানী ঢাকার বিমানবন্দর ও তুরাগ এলাকা থেকে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) বিকেল পর্যন্ত চলা অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন—মামলার ১ নম্বর আসামি সেলিম মিয়া, তার বাবা মোমিন মিয়া, একই গ্রামের আব্দুল আজিজের ছেলে রমজান আলী এবং মৃত তৈয়ব আলীর ছেলে আক্তার হোসেন। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো দা ও একটি লাঠি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ১০ জুন রাত সাড়ে ৮টার দিকে পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুর গ্রামের চেয়ারম্যান মোড়ে লিটন হোসেন (৩০)-এর ওপর অতর্কিত হামলা চালায় একদল সশস্ত্র দুর্বৃত্ত। ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা আজগর আলী বাদী হয়ে ১৭ জনকে আসামি করে শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার পরে যশোর ডিবি পুলিশের ওপর ন্যস্ত হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মঞ্জুরুল হক ভূঞার নেতৃত্বে এসআই রাজেশ কুমার দাশ, এসআই কামাল হোসেন এবং মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ আশরাফুল আলমের সমন্বয়ে একটি দল গঠন করা হয়। প্রথমে বিমানবন্দর এলাকা থেকে প্রধান আসামি সেলিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তুরাগ থানার একটি কবরস্থানের পাশ থেকে বাকি তিনজনকে আটক করা হয়।
ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত চারজনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের মধ্যে রমজান আলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
উল্লেখ্য, এ হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই আরও চারজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারা হলেন—আজগর আলী, শমসের আলী, শামসুর হক এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হক মিয়া। তাদেরও আদালতে সোপর্দ করা হয়েছে।