গুলিস্তানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পেশাদার ৪ ছিনতাইকারী গ্রেপ্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৬:১৭ PM , আপডেট: ০৫ জুন ২০২৫, ১০:৫৪ PM
পবিত্র ঈদুল আজহাকে ঘিরে রাজধানীতে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সক্রিয় রয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ছিনতাইপ্রবণ এলাকাগুলোতে প্রতিনিয়ত চলছে বিশেষ নজরদারি ও অভিযান। এই বিশেষ অভিযানে গুলিস্তান এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয়েছে চার পেশাদার ছিনতাইকারীকে।
আজ বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩
গ্রেফতারকৃতরা হচ্ছে, মো. মাসুদ মিয়া (৩৫), মো. নজরুল ইসলাম (৪০), আলামিন (২২) এবং মো. সজল মিয়া (৩৩)। বুধবার (৪ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি চৌকস টিম।
গোয়েন্দা পুলিশের সূত্রে জানা যায়, ঈদের সময় রাজধানীতে মানুষের চলাচল বৃদ্ধি পায়। সেই সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে ওঠে ছিনতাইকারী চক্রগুলো। তবে মহানগরবাসীর শান্তিপূর্ণ ঈদ যাত্রা নিশ্চিত করতে ডিবি-লালবাগের লালবাগ জোনাল টিম গোপন তথ্যের ভিত্তিতে গুলিস্তানে অভিযান চালায়। অভিযানে গ্রেফতার হয় ছিনতাইয়ের পরিকল্পনায় থাকা এই চার সদস্য, যারা দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি। তাদের জিজ্ঞাসাবাদ ও পেছনের কার্যকলাপ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঈদের পূর্বঘণ্টাগুলোতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি আরও বাড়ানো হবে, যাতে কোনো অপরাধচক্র ঘরমুখো মানুষের নিরাপত্তায় বিঘ্ন ঘটাতে না পারে।