র‍্যাব-৫ এএসপি রাজন কুমার সাহা সাময়িক বরখাস্ত

র‍্যাব-৫ এর সহকারী পুলিশ সুপার রাজন কুমার সাহা
র‍্যাব-৫ এর সহকারী পুলিশ সুপার রাজন কুমার সাহা  © সংগৃহীত

রাজশাহী র‍্যাব-৫ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) রাজন কুমার সাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় বর্তমানে তিনি গ্রেপ্তার রয়েছেন।

এর আগে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) হিসেবে দায়িত্ব পালনকালে রাজন কুমার সাহার বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঢাকার রামপুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

আরও পড়ুন: রাজধানীতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে বিএনপি নেতা নিহত

রাজন কুমারকে গ্রেপ্তারের পর গত ১২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়। সাময়িক বরখাস্তের সময় রাজন কুমার সাহা রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন। এ সময়ে সরকারি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।


সর্বশেষ সংবাদ