রশিদ লতিফ ও লিটন দাস © সংগৃহীত
নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের অবস্থানকে উপেক্ষা করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। একইসঙ্গে বাংলাদেশের পাশে দাঁড়াতে পাকিস্তানকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের আহ্বান জানান তিনি। রশিদের দাবি, বর্তমান বৈষম্যমূলক ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর জন্য এটিই সবচেয়ে উপযুক্ত সময়।
নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে ভারত থেকে নিজেদের ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি তুলেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি সেই আবেদন প্রত্যাখ্যান করায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ পরিষ্কারভাবে জানিয়েছে, ভারতে বিশ্বকাপে অংশ নেবে না তারা।
এদিকে ভারতে না যাওয়ার প্রশ্নে শুরু থেকেই বাংলাদেশের পাশে আছে পাকিস্তান। বাংলাদেশের সমর্থনে আইসিসিতে চিঠি পাঠানোর বিষয়টিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে সামনে আসে। এবার দ্য গ্রিন ম্যানদের বিশ্বকাপই বর্জনের আহ্বান জানালেন দেশটির সাবেক উইকেটরক্ষক ব্যাটার রশিদ লতিফ।
তার ভাষ্যমতে, ‘পাকিস্তান-ভারত ম্যাচ যদি না হয়, তাহলে অর্ধেক বিশ্বকাপই শেষ। বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর এটা দারুণ সুযোগ। পাকিস্তানের উচিত বলা, বাংলাদেশের পাশে আছে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানাচ্ছে তারা।’
আইসিসির সিদ্ধান্তের কড়া সমালোচনায় তিনি বলেন, ‘কোনো সংস্থাই শতভাগ নিশ্চয়তা দিতে পারে না যে কোথাও কোনো বিপদ হবে না। আইসিসি কীভাবে এমন কথা বলে? সবচেয়ে নিরাপদ জায়গাতেও এমন নিশ্চয়তা দেওয়া যায় না। আশা করি, কোনো দলেরই কিছু হবে না।’